ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা এখন অগ্রাধিকার ॥ সড়কমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০১৬

পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা এখন অগ্রাধিকার ॥ সড়কমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা এখন আমাদের অগ্রাধিকার। পরিবহন ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। কর্তব্য পালনে কোন ধরনের গাফিলতি এবং অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’র জোয়ার সাহারা এবং মতিঝিল ডিপো পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী অকেজো গাড়ি দ্রুত মেরামতের নির্দেশ দেন। এ সময় যাত্রী সাধারণের অনুরোধে কুড়িল-বাড্ডা-রামপুরা-গুলিস্তান এবং আজিমপুর-নিউমার্কেট-শাহবাগ-প্রেসক্লাব-মতিঝিল রুটে বিআরটিসি’র দু’টি বাস পরিচালনার নির্দেশ দেন।
×