ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ বেতারযন্ত্র ব্যবহারের বিরুদ্ধে শীঘ্রই অভিযান

প্রকাশিত: ০৮:৫১, ২০ সেপ্টেম্বর ২০১৬

অবৈধ বেতারযন্ত্র ব্যবহারের বিরুদ্ধে শীঘ্রই অভিযান

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ বেতারযন্ত্র ব্যবহারের বিরুদ্ধে বিটিআরসি অভিযান চালাবে। বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে সারাদেশে এই অভিযান পরিচালনা করবে। সোমবার বিটিআরসির জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সঙ্গে অবৈধ বেতারযন্ত্র বিক্রয়কারীদের বিরুদ্ধেও তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন স্বাক্ষরিত এই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শ্রেণীর ‘অসাধু ব্যবসায়ী, বিক্রেতা, সংস্থা বা ব্যক্তি’ বিটিআরসির অনুমোদন না নিয়েই মোবাইল হ্যান্ডসেট, ট্যাবলেট পিসি, ওয়াকিটকি, বেজ, রিপিটার, ফিক্সড ওয়্যারলেস ফোন, মোডেমসহ বিভিন্ন ধরনের বেতারযন্ত্র আমদানি, বিতরণ, পরিবেশন বা বিক্রি করছে। টেলিযোগাযোগ আইন অনুযায়ী এসব বেতার যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিটিআরসির অনুমোদন নেয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট সকলকে বিটিআরসির অনুমতি ছাড়া বেতারযন্ত্র সংক্রান্ত যে কোন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। এসব অবৈধ বেতারযন্ত্র শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দেশব্যাপী অভিযান চালানোর কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হেলথকেয়ার রোবট, স্পাইং ডিভাইস এবং নেটওয়ার্কিং সামগ্রীর’ একটি চালান আটক হয়, যেগুলো আমদানি করা হয়েছে মিথ্যা ঘোষণা দিয়ে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, চট্টগ্রামের মেসার্স গ্লোবাল কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠান ‘খেলনা ও কম্পিউটার’ সামগ্রীর নাম করে চীন থেকে এসব যন্ত্রপাতি আমদানি করেছে। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেয়া হবে।
×