ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিতাসে ১২ পরিবারকে সমাজচ্যুত

প্রকাশিত: ০৪:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬

তিতাসে ১২ পরিবারকে সমাজচ্যুত

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৬ সেপ্টেম্বর ॥ কুমিল্লার তিতাসের জগতপুর গ্রামের সরকারবাড়ির ঈদগাহে ঈদের নামাজ না পড়ায় চকেরবাড়ির দক্ষিণপাড়ার ১২ পরিবারকে সরকারী পাকা (ইটের সলিং) রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সরকারবাড়ির লোকজন। ওই প্রভাবশালী মহল তাদের সমাজচ্যুত করে এবং তাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামের রায়পুর-জাহাপুর রাস্তায় চকেরবাড়ির দক্ষিণপাড়ার সংযোগ রাস্তায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি গ্রামের সরকারবাড়ির শাহ আলম সরকার ও মোর্শেদ আলম সরকারের আধিপত্যের কারণে দক্ষিণপাড়া চকেরবাড়ির ১২ পরিবার সব সময়ই ভয়ে থাকে। তাদের অন্যায়-অত্যাচারের কারণে দক্ষিণপাড়ার লোকজন সিদ্ধান্ত নেন তারা সরকারবাড়ির ঈদগাহে ঈদের নামাজ না পড়ে তাদের নিজের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। কেন সরকারবাড়ির ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন না- এ অযুহাতে ঈদের পরদিন থেকে দক্ষিণপাড়ার লোকজনকে মারধর করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে দক্ষিণপাড়ার লোকজনের চলাচলের একমাত্র পাকা রাস্তা কেটে ফেলে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তার ইট তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং পরিবার গুলোকে সমাজচ্যুত করেন। এ নিয়ে ভয়ে দক্ষিণপাড়ার লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন না। সরকারবাড়ির নেতা মোঃ শাহ আলম বলেন, আমাদের জায়গার ওপর দিয়ে তারা চলাচল করে। আবার আমাদের এক শ’ বছরের ঈদের জামাত ভেঙ্গে আলাদা জামাত করেছে। তার জন্য যুবসমাজ রাস্তায় বাধা দিয়েছে। তাদের আর আমাদের সমাজে রাখার দরকার নেই। স্থানীয় ইউপি সদস্য মোঃ হিরন মিয়া বলেন, সরকারী টাকায় রাস্তা করা হয়েছে। সরকারী রাস্তা কেটে তাদের চলাচল বন্ধ করা ঠিক হয়নি। তিতাস থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। আমি এলাকার চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে শুনে আইনগত ব্যবস্থা নেব। মেঘনায় ট্রলারডুবি ॥ নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভাই ও বোনের নিখোঁজের ১৬ ঘণ্টা পর শুক্রবার দুপুরে পুলিশ ভাই ও বোনের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট এলাকার। হিজলা থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ ভাইবোনের মধ্যে বোন সুমাইয়ার (১২) লাশ শুক্রবার দুপুর বারোটার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে উদ্ধার করা হয়। একই দিন দুপুর একটার দিকে মেঘনা নদী থেকে সুমাইয়ার ভাই রিমনের (৮) লাশ উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, হিজলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর গ্রামের লিটন সরদার তার স্ত্রী ও ৩ সন্তানসহ পরিবারের ৯ সদস্যকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে একটি ট্রলারযোগে মেঘনা নদীর মৌলভীরহাট লঞ্চঘাটে আসেন। লঞ্চটি ওই স্থানে ঘাট না ধরায় তারা ট্রলার নিয়ে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা করেন। এ সময় লঞ্চের সঙ্গে ট্রলারটি সজোরে ধাক্কা লেগে ডুবে যায়।
×