ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজি সঙ্কটে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৬:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

পুঁজি সঙ্কটে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এবার কোরবানি ঈদে পুঁজি সঙ্কটের মুখে পড়েছেন রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা। প্রতিবারই চামড়া ব্যবসায়ীরা থাকেন কোরবানির ঈদে লাভের আশায়। কিন্তু এবার উল্টো চিত্র দেখা দিয়েছে তাদের মধ্যে। ট্যানারি মালিকরা গত বছরের বকেয়া এখনও পরিশোধ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চলতি কোরবানির ঈদে মৌসুমী ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃত ব্যবসায়ীরা চামড়া কিনতে পারবেন কি-না তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে তারা। এদিকে বাজারে লবণের দাম বৃদ্ধি পাওয়ায় চামড়া সংরক্ষণ ব্যয়, শ্রমিকের মজুরি এবং পরিবহন খরচ নিয়েও ভাবছেন তারা। এ কারণে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা এবার হতাশায় ভুগছেন। তারা বলছেন, গত বছরের চামড়া বিক্রির টাকা তারা এখনও পর্যন্ত না পাওয়ায় কোরবানির ঈদ যেন ‘আপদ’ হয়ে উঠেছে তাদের কাছে। রাজশাহী নগরীর রেলগেট এলাকার চামড়া ব্যবসায়ী হাসান আলী জানান, কোরবানির ঈদে চামড়া কেনার জন্য ইতোমধ্যে দাম নির্ধারণ করা হয়েছে। তবে এবারও মৌসুমী ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে তাদের বেশি দামে চামড়া কিনতে হবে। এখনও পর্যন্ত গত বছরের বহু টাকা আটকে রেখেছে ট্যানারি মালিকরা। এতে কমে গেছে তাদের পুঁজি। আর অল্প পুঁজি নিয়ে তারা মৌসুমী ব্যবসায়ীদের সঙ্গে টেক্কা দিতে পারবেন কি-না তা নিয়েই এখন তারা দুশ্চিন্তায় রয়েছেন। জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রউফ জানান, প্রতি কোরবানি ঈদে প্রায় ৮০ হাজার গরু-মহিষ ও প্রায় দেড় লাখ ছাগল-ভেড়া কোরবানি হয়ে থাকে। এই বিপুল পরিমাণ চামড়া তারা কিনে কয়েকদিন সংরক্ষণের পর আড়তগুলোতে নিয়ে যান। সেখান থেকে ঢাকার ট্যানারি মালিকরা তা কিনে নিয়ে যান। এসব চামড়ার প্রায় পুরোটাই তাদের বিক্রি করতে হয় বাকিতে।
×