ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওবামা ও ফার্স্ট লেডির ঈদের শুভেচ্ছা

প্রকাশিত: ০৫:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

ওবামা ও ফার্স্ট লেডির ঈদের শুভেচ্ছা

কূটনৈতিক রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। রবিবার ঢাকার মার্কিন দূতাবাস ও যুক্তরাজ্য হাইকমিশন থেকে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়। ঈদের শুভেচ্ছায় বারাক ওবামা বলেছেন, ঈদ-উল-আযহা ধর্মীয় উৎসবের পাশাপাশি এমন এক সেবামূলক কর্তব্য, যা মুসলিম উম্মাহ তাদের আদি পিতা ইব্রাহীম (আ)-এর আত্মত্যাগের আদর্শের প্রতি সম্মান প্রদর্শন ও তা অনুসরণ করেন এবং ইসলামের নির্দেশিত পথে জান ও মালের কোরবানি দিয়ে নিজেরাও পরম করুণাময় আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভ করেন। তিনি বলেন, এ জন্য তিনি অনুপ্রাণিত হন এবং বিনয়ী বোধ করেন আমেরিকাসহ বিশ্বের লাখো মুসলমানের প্রতি, যারা এ মুহূর্তে কম সৌভাগ্যবানদের জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমেরিকার জনগণের পক্ষ থেকে বিশ্বের মুসলিম সমাজকে শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবামা বলেন, যখন লাখ লাখ মানুষ নতুন ঘর-বাড়ি আর আত্মীয়দের খুঁজে পাওয়ার সংগ্রাম করে চলেছে, যা তারা হারিয়েছে যুদ্ধবিগ্রহ আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, এ অবস্থায় আমরা বারবার আমাদের নৈতিকতার কাছে দায়বদ্ধ হই তাদের এই ক্ষতিপূরণের জন্য। তাই তিনি বলেন, সেবা, ত্যাগ এবং শান্তি প্রতিষ্ঠা নির্ভর করে সকল বিশ্বাসের পারস্পরিক মূল্যবোধ ভাগ করে নেয়ার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-আযহা হলো একটি বিশেষ মুহূর্ত যা সকল বিশ্বাসের মধ্যে সেবা, নিঃস্বার্থপরায়ণতা এবং সহমর্মিতা ও অপরের প্রতি সেবার মূল্যবোধ সৃষ্টি করে।
×