ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই যুবক ও নৈশপ্রহরী খুন ॥ দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

দুই যুবক ও নৈশপ্রহরী খুন ॥ দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশাল ও কেরানীগঞ্জে দুই যুবক, বগুড়ায় নৈশপ্রহরীকে খুন করা হয়েছে। এছাড়া কক্সবাজারে অটোরিক্সা চালক ও নীলফামারীতে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ হত্যা মামলার আসামিকে গ্রেফতারের জন্য পুলিশকে সহায়তা করায় আনিস হাওলাদার (৪৫) নামের এক যুবককে অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামে। ওই এলাকায় কয়েক মাস আগে রিপন নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে। ওই মামলার অন্যতম আসামি একই গ্রামের আলমগীর কবিরাজকে গ্রেফতারের জন্য পুলিশকে সহায়তা করে আনিস। সে (আনিস) বালিয়াতলী গ্রামের মৃত মোতালেব হওলাদারের পুত্র। ওসি আরও জানান, কয়েকদিন পূর্বে ওই মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পায় আলমগীর। পরবর্তীতে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে সহায়তা করার প্রতিশোধ হিসেবে শুক্রবার বিকেলে আলমগীরের নেতৃত্বে তার ৪/৫জন সহযোগীরা উত্তর বালিয়াতলী গ্রাম থেকে আনিসকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে জখম করে। ওইদিন সন্ধ্যায় আনিসের স্বজনরা মুর্মূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে আনিস মারা যায়। কেরানীগঞ্জ ॥ বাসা থেকে মোবাইলে ডেকে নিয়ে রুবেল (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার সকালে দক্ষিণ মান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। মাদক সংক্রান্ত বিরোধ নিয়ে হত্যাকা- সংগঠিত হয়েছে বলে পুলিশের ধারণা। নিহতের বড় বোন মায়া বলেন, সকাল ৮টার দিকে মোবাইলে ফোন করে কেউ রুবেলকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পাই বাড়ির অদূরে রুবেলকে কারা যেন ছুরিকাঘাত করেছে। সেখানে যাওয়ার পর দেখি রুবেল মারা গেছে। বগুড়া ॥ কাহালু উপজেলার পাবহারা গ্রামে শুক্রবার রাতে আবুল কালাম (৪৮) নামের এক নৈশ প্রহরী খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। শনিবার সকালে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মালঞ্চা ইউনিয়নে কয়েকজন দুর্বৃত্ত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করছল। এসময় ওই এলাকার এগ্রো ফিশারিজ লি. এর ডিপটিউবয়েল পাহারাদার আবুল কালাম বিষয়টি দেখে বাধা দেয়। এতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বিদ্যুতের ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আবুল কালাম কাহালু উপজেলার পাবহারা গ্রামের আব্দুল জব্বারের পুত্র। কক্সবাজার ॥ টেকনাফে লবণ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে হ্নীলার রঙ্গিখালী এলিট এ্যাকোয়া কালচার লিমিটেড প্রধান সড়কের পশ্চিমে লবণের মাঠে টেকনাফের ছৈয়দ হেসেনের পুত্র জাফর আলমের (২৮) লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। টেকনাফ পুলিশ জানায়, তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের চাচা জীপচালক মনু জানান, শুক্রবার রাত ৯টায় টেকনাফ পৌর এলাকা হতে যাত্রী নিয়ে হ্নীলা স্টেশনের উদ্দেশে রওনা করে না ফেরায় সারা রাত খোঁজ নিয়ে সকালে রঙ্গিখালী লবণ মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়। নীলফামারী ॥ সুমী আক্তার (২০) নামের এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের স্বামী আলমগীর হোসেনের বাড়ির শোয়ার ঘর হতে এই মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, গত দুই বছর আগে ঝুনাগাছ চাপানি বিন্যাকুড়ি গ্রামের খতিবর রহমানের মেয়ে সুমী আক্তারের সাথে একই ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের বিয়ে হয়। তার সংসারে মনি আক্তার নামে ৩ মাসের কন্যা সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে ও শরীরে কীটনাশক ছিটিয়ে দিয়ে আত্মহত্যার প্রচারণা চালিয়ে ঘরে লাশ ফেলে রেখে প্রভাবশালীদের মাধ্যমে সুমীর বাবাকে ডেকে এনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করে। কিন্তু প্রশ্ন উঠে সুমী যদি কিটনাশক পান করে আত্মহত্যা করে তাহলে তার গলায় শ্বাসরোধ করার দাগ এবং গোটা শরীর জুড়ে কিটনাশক ছিটানো থাকবে কেন।
×