ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাগদাদে আইএসের জোড়া বোমা হামলায় নিহত ১২

প্রকাশিত: ০৪:০২, ১১ সেপ্টেম্বর ২০১৬

বাগদাদে আইএসের জোড়া বোমা হামলায়  নিহত ১২

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি বিপণি বিতানে শুক্রবার ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী জোড়া বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো এ খবর জানিয়েছে। খবর এএফপির। সূত্র জানায়, তেল মন্ত্রণালয়ের কাছে অবস্থিত নাকহিল শপিং মলে চালানো হামলায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। প্রথম বোমার বিস্ফোরণ ঘটানো হয় বিপনী বিতানের প্রবেশদ্বারে। অপর বোমার বিস্ফোরণ হয় পার্কিং এলাকায়। এক ফেসবুক ভিডিওতে চারটি পৃথক হামলার চিত্র দেখা গেছে। মহাসড়কের ওভারপাসের কাছে মলে প্রথম হামলাটি হয়। এতে করে দুটি গাড়িকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকতে দেখা গেছে। তবে ভিডিওগুলো কারা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। আইএস সমর্থিত আমাক সংবাদ মাধ্যম এক অনলাইন বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। বাগদাদের ফিলিস্তিন স্ট্রিটে শিয়া অধ্যুষিত এলাকা লক্ষ্য করে চালানো দুই আত্মঘাতী হামলাকারী তাদের সদস্য বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। এর একজন বিস্ফোরক পোশাক পরে ও অপরজন গাড়িবোমা হামলা চালায়। এ ধরনের বোমা হামলা নির্দেশ করে জঙ্গী গোষ্ঠীটি এখনও ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর আগে সোমবার বাগদাদের মধ্যাঞ্চলে একটি হাসপাতালের কাছে এক গাড়ি বোমা হামলায় নয় ব্যক্তি নিহত হয়।
×