ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

থেমে গেছে মাঝিমাল্লার মুখে সারি গান

প্রকাশিত: ০৪:১৪, ১০ সেপ্টেম্বর ২০১৬

থেমে গেছে মাঝিমাল্লার মুখে সারি গান

‘আল্লাহ রাসুলের নাম লইয়্যা নাও খোলরে, সোনার নায়ে পবনের বইঠ্যা ধরোরে, হিয়াব্বোল-হিয়াব্বোল’ সমস্বরে এমন প্রাণবন্ত আঞ্চলিক লোকজ শব্দ হাওড়-নদী, বিল-বাঁওড়ে এখন তেমন একটা শোনা যায় না। আবহমান বাংলার লোকজসংস্কৃতি অন্যতম ঐতিহ্য নৌকাবাইচ নানা প্রতিকূলতার কারণে আজ হারিয়ে যেতে বসেছে। উৎসাহ-উদ্দীপনা, আনন্দ আর উত্তেজনার খেলা মানেই নৌকাবাইচ। ‘বাইচ’ ফারসি শব্দ। যার আভিধানিক অর্থ বাজি ধরা বা খেলা। ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় এ সব নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়ের গুরুত্ব অপরিসীম এবং নৌকাবাইচ এ দেশের লোকজ ঐতিহ্য, বাঙালী সংস্কৃতি ও আনন্দের সোনালি ফসল। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ প্রচলন রয়েছে আবহমানকাল ধরে। নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়ের জনপদ হিসেবে খ্যাত মাদারীপুর অঞ্চল এক সময় নৌকাবাইচের জন্য বিখ্যাত ছিল। কিন্তু সময়ের বিবর্তন, সামাজিক অস্থিরতা, আয়োজকদের অনীহা, প্রাকৃতিক কারণে জলাশয় শুকিয়ে যাওয়া সর্বোপরি পৃষ্ঠপোষকতার অভাবে বাংলা ও বাঙালীর ঐতিহ্য জনপ্রিয় নৌকাবাইচ আজ প্রায় বিলুপ্তির পথে। তবে কিছু কিছু শখের বাইচা ও নৌকার মালিকরা এ ঐতিহ্যকে ধরে রেখেছে এখনও। মাদারীপুরে একটি প্রবাদ প্রচলিত রয়েছে ‘বার মাসে তেরো বাইচ।’ ভাটি অঞ্চলের সারি গান গেয়ে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিত শৌখিন মাল্লারা। কিন্তু আজ নৌকাবাইচ প্রতিযোগিতা দিন দিন কমে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে ‘বারো মাসের তেরো বাইচ।’ আর সেই সঙ্গে থেমে গেছে ভাটি বঙ্গের সারি গান। Ñসুবল বিশ্বাস মাদারীপুর থেকে
×