ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বতীপুর-ঢাকা রুটে দুই বিশেষ ট্রেন চালু

প্রকাশিত: ০৪:১১, ১০ সেপ্টেম্বর ২০১৬

পার্বতীপুর-ঢাকা  রুটে দুই বিশেষ  ট্রেন চালু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর-ঢাকা রুটে দুটি ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার থেকে ঈদের পরবর্তী ৭ দিন পার্বতীপুর-ঢাকা রুটে দুটি ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস চালু হয়েছে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার থেকে সকাল ৯ ও রাত ৯টায় ট্রেন দুটি চলাচল করবে। প্রতিদিন ১০টি বগি নিয়ে ট্রেন দুটিতে প্রায় দেড় হাজার যাত্রী বহন করা হবে বলে তিনি জানান। স্কুলে মনিটর বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ সেপ্টেম্বর ॥ শতভাগ মাল্টিমিডিয়া ক্লামরুম নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক, হাইস্কুল ও মাদ্রাসাসহ লক্ষ্মীপুরে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি এলইডি মনিটর বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মনিটর বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের অর্থায়নে ১৮ লাখ টাকা ব্যয়ে ৩২ ইঞ্চি সাইজের মনিটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান হাফিজ উল্ল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিয়া সুলতানা পারুল। চট্টগ্রামে ৬ লাখ পশু বিক্রির টার্গেট মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সাগরিকা গরু বাজার এবার দেশী গরুতে ভরপুর। দেশী গরুর পাশাপাশি শাহপরীর দ্বীপস্থ করিডর দিয়ে মিয়ানমারের গরু ও ভারতের সীমান্ত দিয়ে গরু আসতে শুরু করেছে। জমতে শুরু করেছে চট্টগ্রামের অন্যান্য পশুর হাটও। পর্যাপ্ত সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা ক্রেতার অপেক্ষা করছেন। তবে কুষ্টিয়াসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলা থেকে এমনকি এবার কুমিল্লা থেকেও গরু ইতোমধ্যে চট্টগ্রামে এসেছে। এ পর্যন্ত প্রায় ১২শ’ ট্রাক গরু এসেছে এই বাজারে। শুক্রবার সাগরিকা ও কর্ণফুলী গরু বাজার ঘুরে দেখা গেছে, দেশী গরুতে ভরপুর এই দুটি বড় বাজার। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে গরু আসছে সাগরিকা বাজারে। বাজারে ভারত কিংবা মিয়ানমার থেকে আমদানি করা গরুর সংখ্যা খুবই কম। একইভাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছাগল ও ভেড়া এসব বাজারে আনা শুরু হয়েছে। এবার গরু আসছে- কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, পাবনা, ঢাকার কেরানীগঞ্জ, কুমিল্লা ও লাকসাম থেকে। পশুর হাটের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল টিমও কাজ করছে। জাল টাকার নোট শনাক্ত করতে বিভিন্ন ব্যাংকের বুথ বা শাখায় স্ক্যানিং মেশিন সংরক্ষণ করা হয়েছে হয়রানি ও প্রতারণা বন্ধে।
×