ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইয়াকিন পলিমারের আইপিও শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৩:৪৪, ৭ সেপ্টেম্বর ২০১৬

ইয়াকিন পলিমারের আইপিও শেয়ার বিওতে জমা

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ও আবেদন শেষ করা কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে দুই স্টক এক্সচেঞ্জ লেনদেনের তারিখ নির্ধারণ করবে। এর আগে গত মাসের ১০ আগস্ট ইয়াকিন পলিমারের আইপিও লটারি ড্র সম্পন্ন হয়। এই কোম্পানির আইপিওতে ৪৪ গুণের বেশি আবেদন পড়েছে। গত ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ইয়াকিনের আইপিওর আবেদন জমা নেয়া হয়। কোম্পানিটি ২ কোটি শেয়ার ইস্যুর জন্য আবেদন আহ্বান করে। আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার ঈদ-উল-আযহায় স্টক এক্সচেঞ্জ ৯ দিন বন্ধ ঈদ-উল-আযহায় টানা ৯ দিনের ছুটিতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে। নির্বাহী আদেশে আগামী ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ১৫ সেপ্টেম্বরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এছাড়া ১১ তারিখের আগে দু’দিন ৯ ও ১০ তারিখ এবং ১৫ তারিখের পর ১৬ ও ১৭ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। সুতরাং সাপ্তাহিক ছুটি মিলিয়ে উভয় স্টক এক্সচেঞ্জ মোট ৯ দিন বন্ধ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×