ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুতকেন্দ্র হলে খুলনায় গড়ে উঠবে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৬:০১, ৬ সেপ্টেম্বর ২০১৬

রামপাল বিদ্যুতকেন্দ্র হলে খুলনায় গড়ে উঠবে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পরিবেশবান্ধব রামপাল তাপবিদ্যুতকেন্দ্র বাস্তবায়ন ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক এক গোল টেবিল বৈঠক সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপ এ বৈঠক আয়োজন করে। বৈঠকে আলোচকরা রামপাল তাপ বিদ্যুতকেন্দ্র বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব। যথাযথ স্টাডি ও পরীক্ষা-নিরীক্ষা করে সুন্দরবন ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে না এটা নিশ্চিত হয়ে রামপাল বিদ্যুত প্রকল্প গ্রহণ করা হয়েছে। বৃহত এই বিদ্যুতকেন্দ্র বাস্তবায়িত হলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অসংখ্য ছোটবড় শিল্প-কারখানা গড়ে উঠবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। রামপাল তাপ বিদ্যুতকেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে বলে যারা বলছেন তাদের সমালোচনা করে বৈঠকে বক্তারা বলেন, তারা হয় না জেনে বলছেন অথবা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু খুলনা অঞ্চলের মানুষ রামপাল বিদ্যুতকেন্দ্র চায়। গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব সাইফুল ইসলাম। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সরদার সফিকুল ইসলাম, আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। দুর্বৃত্তের আঘাতে আহত শতবর্ষী স্বামীও মারা গেলেন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ সেপ্টেম্বর ॥ ধামরাইয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শতবর্ষী ফালুজ উদ্দিন বেপারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। দুর্বৃত্তরা তার ৮৫ বছরের বৃদ্ধ স্ত্রী রজ্জবাননেসাকে জবাই করে হত্যা করে মৃতদেহ ফ্রিজের কার্টনের ভেতর ঢুকিয়ে রেখেছিল। ঘটনার ১১ দিনের মাথায় রবিবার রাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে মৃতদেহ এলাকায় নিয়ে এসে দাফন করা হয়। ২৫ আগস্ট শেষরাতে সুতিপাড়া ইউনিয়নের বাথুলীর বালিথা গ্রামে ফালুজ উদ্দিনের দোতলা বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে প্রথমে তার স্ত্রী রজ্জবাননেসাকে ঘুমন্তাবস্থায় জবাই করে হত্যা করে লাশ ফ্রিজের কার্টনের ভেতরে ঢুকিয়ে রাখে। এরপর তার স্বামী শতবর্ষী ফালুজ উদ্দিন ব্যাপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। সকালে আশপাশের লোকজন ডাকাতির বিষয়টি জানতে পারে। পরে ফালুজকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যালে ভর্তি করে। দুর্বৃত্তরা ওই বাড়ির ২টি আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। ফালুজ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
×