ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁর আট চোরাকারবারি ভারতের জেলে

প্রকাশিত: ০৬:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁর আট চোরাকারবারি ভারতের জেলে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ সেপ্টেম্বর ॥ বিজিবি কর্মকর্তাদের সতর্ক করে দেয়ার পরও সাপাহার সীমান্ত গলিয়ে চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে এপারের ৮ চোরাকারবারি ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েছে। ভারত ভূখ-ে আটক বাংলাদেশী ৮ যুবক হলোÑ সাপাহার উপজেলার শ্রীধরবাটি ইসলামপুর গ্রামের আকিমুদ্দীন, কবির হোসেন, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দীন, রেজাউল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুন নুর ও একই উপজেলার বিরামপুর গ্রামের শহিদুল ইসলাম। জানা গেছে, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার কতিপয় চোরাকারবারি ভারত থেকে গরু আনতে মরিয়া হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ভারত থেকে চোরাই পথে গরু আনতে তারা উল্লেখিত রাখালদের হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত ভূখ-ে পাঠিয়ে দেয়। রাতে তারা ভারতের আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের জোয়ানদের নজরে পড়লে বিএসএফ সদস্যদের তাড়া খেয়ে বামনগোলা থানার মাছুয়াকান্দর গ্রামে গিয়ে আশ্রয় নেয়। পরে ভারতীয় সোর্স মারফত জানতে পেরে বামনগোলা থানার পুলিশ তাদের সেখান থেকে গ্রেফতার করে ভারতীয় আদালতে সোপর্দ করে। চাঁদা না দেয়ায় একই পরিবারের ছয় জনকে পিটুনি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ সেপ্টেম্বর ॥ চাঁদা না পেয়ে সোমবার সকালে পৌর এলাকার বাড়ইপাড়া মহল্লায় একই পরিবারের ৬ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। জানা গেছে, বাড়ইপাড়া এলাকার ব্যবসায়ী জাভেদ আলী সরকারের কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে একই এলাকার সালমান। চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা এদিন সকালে ওই ব্যবসায়ীর বাড়িতে লাঠিসোটা নিয়ে গৃহকর্তা জাভেদ, পান্না বেগম, হোল চেহেরা, সোহেল রানা, সুজনসহ ছয়জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
×