ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব

বাংলাদেশ অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৩৯, ৬ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের সোনালী প্রজন্মের মেয়েরা ইতিহাস রচনা করে আগের ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে। ওই ম্যাচ ৪-২ গোলে জিতে এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দেশ। সোমবার গ্রুপের শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতার হলেও জয় দিয়েই মিশন শেষ করেছে বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা ফুটবল দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একতরফা প্রাধান্য বিস্তার করা ম্যাচে বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা ফুটবল দল ৪-০ গোলে পরাজিত করে সংযুক্ত আরব আমিরাতকে। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। একটি করে গোল করেন ফরোয়ার্ড আনুচিং মগিনি ও তহুরা খাতুন। এই জয়ে বাছাইপর্বের ‘সি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লাল-সবুজের দেশের কিশোরীরা এখন এশিয়ার সেরা আটটি দেশের একটি। ২০১৭ সালের সেপ্টেম্বরে এশিয়ার শীর্ষ সাত দলের সঙ্গে চূড়ান্ত পর্বে খেলবে বাংলার বাঘিনীরা। খেলা হবে চীনে। বাছাইপর্বে পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। কৃষ্ণা, মগিনি, সানজিদা, মৌসুমীরা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২৬ বার। বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দিচ্ছে পাঁচ লাখ টাকা। এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ দলকে বিশেষ সংবর্ধনা দেবে। কর্দমাক্ত মাঠ হলেও ম্যাচের শুরু থেকেই আরব আমিরাতের উপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। কিছু বুঝে ওঠার আগেই তৃতীয় মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান অধিনায়ক কৃষ্ণা। মারজিয়ার কর্নার থেকে হেডে গোল করে লক্ষ্যভেদ করেন তিনি। ১৮ মিনিটে সানজিদার কর্নার থেকে নারগিসের হেড আমিরাতের পোস্টে লেগে প্রতিহত হয়। ৩৭ মিনিটে মিনিটে বক্সের ভেতরে কৃষ্ণাকে ফাউল করে আমিরাতের মিডফিল্ডার মরিয়ম আহমেদ। উজবেকিস্তানের রেফারি এদিতা মিরাবিধোবা পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ডিফেন্ডার শামসুন্নাহার। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরপরই (৫২ মিনিট) ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। কর্ণার কিক থেকে আসা বলে জটলার মধ্যে লক্ষ্যভেদ করেন টাইগার কা-ারি। পরের মিনিটেই বাংলাদেশের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৫৭ মিনিটে আবারও আনন্দের বন্যায় ভাসে বাংলাদেশ শিবির। এবার গোল করেন মগিনি। ম্যাচ শেষের তিন মিনিট আগে আমিরাতের জালে এক হালি নাম্বার গোলটি করেন তহুরা। দৃষ্টিনন্দন হেডে লক্ষ্যভেদ করেন এই কিশোরী। ম্যাচ শেষে বাংলাদেশ মহিলা ফুটবলের দলের গর্বিত কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, দেশের জন্য কিছু করতে পেরেছি, এটাই তৃপ্তি। এই জয় বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। এজন্য মেয়েদের অভিবাদন। আমাদের মেয়েদের অভিনন্দন জানানোয় প্রধানমন্ত্রীকেও জানাই আন্তরিক ধন্যবাদ। বাফুফেকে ধন্যবাদ তারা এই দলের জন্য সব রকম সহযোগিতা দেয়ায়। বিশেষ করে ধন্যবাদ মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে।
×