ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাজমার ঘাতকরা গ্রেফতার না হওয়ায় নিউইয়র্ক প্রবাসীরা ক্ষুব্ধ

প্রকাশিত: ০৪:০১, ৫ সেপ্টেম্বর ২০১৬

নাজমার ঘাতকরা গ্রেফতার না হওয়ায় নিউইয়র্ক প্রবাসীরা ক্ষুব্ধ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশী নাজমা খানমের (৬০) ঘাতক ৭২ ঘণ্টা পরও শনাক্ত এবং গ্রেফতার না হওয়ায় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীরা ক্ষোভ প্রকাশ করছেন। নিউইয়র্কের পুলিশ ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে ঘাতকের সন্ধানদাতার জন্য। গত ৩১ আগস্ট রাত সোয়া ৯টার দিকে নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় নিজ বাসার কাছে ঘাতকের শিকার হন নাজমা খানম। তার বুকে ছুরিকাঘাতের পাশাপাশি ধারালো একটি ছুরির ৪ ইঞ্চি পর্যন্ত বুকে বিদ্ধ অবস্থায় পান বলে চিকিৎসকরা জানান। এদিকে নাজমা খানমের জানাজা ২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। দুই হাজারের অধিক মানুষ এতে অংশ নেন। সিটির পাবলিক এ্যাডভোকেট লেটিশা জেমস এ সময় বলেন, ‘এটি কোন চুরি-ছিনতাইয়ের ঘটনা নয়। প্রকৃত সত্য হচ্ছে, এহেন হত্যাকা- প্রায়শই ঘটছে। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি নাজমা খানমকের হত্যার মোটিভ সম্পর্কে।
×