ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গরু মোটাতাজাকরণ

বিপুল পরিমাণ ওষুধ জব্দ ॥ একজনের ৬ মাসের জেল

প্রকাশিত: ০৮:৪৭, ৪ সেপ্টেম্বর ২০১৬

বিপুল পরিমাণ ওষুধ জব্দ ॥ একজনের ৬ মাসের জেল

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-আযহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ওষুধ বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাঠে নেমেছে র‌্যাব। শনিবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে র‌্যাব। এ অপরাধের দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ৬ মাসের কারাদ- প্রদান করেছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মাইনউদ্দিন। তার দোকান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পেনাট্রিন, সিপ্রোহেপটিন, ভোগেরা, ডিপ্পো ব্র্যান্ডের ওষুধ জব্দ করা হয়। এ জাতীয় ওষুধ খাওয়ানোর কিছুদিনের মধ্যেই চিকন গরু মোটা ও তাজা হয়ে যায়। এজন্য ঈদ-উল-আযহা উপলক্ষে রমরমা ব্যবসার করার জন্য খামারিরা এসব ওষুধ প্রয়োগ করে। আদালত একই সময় বেড়িবাঁধে ভেজাল উপাদানে ব্রেড তৈরির দায়ে তিনটি বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা করেন। এগুলো হচ্ছে হক ব্রেড ফুড, মীম ব্রেড কোম্পানি ও শাহী মিঠাই।
×