ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চিকিৎসার নামে নারী নির্যাতন

সালিশে ভণ্ডপীরের ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০৪:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৬

সালিশে ভণ্ডপীরের ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলায় কথিত চিকিৎসার নামে এক নারীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে স্থানীয় সালিশে দুলাল হোসেন নামের এক ভ-পীরের বিচার করা হয়েছে। শনিবার স্থানীয় পৌর কাউন্সিলরের দেয়া রায়ে ভ-পীরের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রকাশ্যে ৫০ বার কানধরে উঠবস করে ক্ষমা চেয়ে রক্ষা পান সেই ভ-পীর। জানা গেছে, উপজেলার আড়ানী এলাকার চকসিঙ্গা গ্রামের দুলাল হোসেন ও তার দুই সহযোগী চাঁন মিয়া এবং বরকত দীর্ঘদিন ধরে পীর পরিচয় দিয়ে কথিত চিকিৎসা দিয়ে আসছিল। এদের প্রতারণার শিকার হন উপজেলার চকবাউসা গ্রামের মুনসাদ আলীর স্ত্রী আনেরা বেগম। গত ২৫ আগস্ট পিঠে ব্যথা সারাতে ভ-পীরের কাছে গেলে চিকিৎসার নামে হাত ও দুই পা বেঁধে লোহার রড গরম করে তাকে ছ্যাঁকা দিতে শুরু করে। এক পর্যায়ে সে আহত হয়ে পড়লে তার স্বামীসহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার আড়ানী পৌরসভার মেয়রের কাছে ভ-পীরের বিচারের জন্য আবেদন করেন তার স্বামী। আবেদনের প্রেক্ষিতে শনিবার সকালে ভ-পীরের বাড়িতে সালিশের আয়োজন করা হয়। সেখানেই ভ-পীরের ৯ হাজার টাকা জরিমানা, ৫০ বার কানধরে উঠবসসহ বিভিন্ন শাস্তি দেয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই ক্লোজড আসামির দুই স্ত্রীকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ সিদ্ধিরগঞ্জের রিমান্ডে থাকা এক আসামির দুই স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই আসামির ছোট স্ত্রী বাদী হয়ে পুলিশের সোর্স নজরুল ও শুভকে আসামি করে মামলা দায়ের করে। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। জানা গেছে, ডাকাতির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় গত ২৯ আগস্ট মিজমিজি দক্ষিণপাড়া এলাকা থেকে ইকবাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত ৩১ আগস্ট নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলায় গ্রেফতারকৃত ইকবালকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্ল্যাহ জানান, দুই স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আটকৃত দুই সোর্স নজরুল ও শুভ বিরুদ্ধে আসামির ছোট স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেছে।
×