ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল ও বগুড়ায় দুই লাশ উদ্ধার

নাটোর ও পটিয়ায় দুই খুন

প্রকাশিত: ০৪:০২, ৩ সেপ্টেম্বর ২০১৬

নাটোর ও পটিয়ায় দুই খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ নাটোরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছেন। পটিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে ছোট ভাই। এছাড়া বরিশাল ও বগুড়ায় দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নাটোর ॥ সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় সে। নজরুল উপজেলার কলম ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের জাকির ফকিরের ছেলে। পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছোট ভাই। নিহতের নাম মোঃ আজগর (২৬)। সে উপজেলার পশ্চিম হাইদগাঁও গ্রামের নাজিম উদ্দিনের পুত্র। এতে গুরুতর আহত হয়েছেন মোঃ আকবর (২২) নামের আরও এক ভাই। বর্তমানে সে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোর সাড়ে ৪টার সময় এই ঘটনা ঘটে। নিহত আজগর বিকাশ কর্মী হিসেবে পটিয়া সদরে দীর্ঘদিন কাজ করেছেন। জানা গেছে, উপজেলার পশ্চিম হাইদগাঁও গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের ৪ পুত্র সন্তান রয়েছে। বৃহস্পতিবার রাতে লিয়াকত একটি বিয়ে অনুষ্ঠানে যায়। গভীর রাতে মদ্যপ অবস্থায় লিয়াকত বাড়ি ফিরে তার স্ত্রী ইয়াসমিনকে মারধর ও ছুরিকাঘাত করে খুন করার চেষ্টা করে। এ সময় তার ভাই আজগর ও আকবর ঝগড়া থামানো ও ছুরিটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আজগর ও আকবরকে ছুরিকাঘাত করে লিয়াকত। ছুরিকাঘাতে আহত দু’জনকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আজগরকে মৃত ঘোষণা করেন। অপর জনের অবস্থাও আশঙ্কাজনক। বরিশাল ॥ নিখোঁজের তিনদিন পর শুক্রবার বেলা এগারোটার দিকে উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের একটি পুকুর থেকে দুলাল মোল্লা (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুলাল ওই গ্রামের আমীর মোল্লার পুত্র। বগুড়া ॥ নন্দীগ্রাম উপজেলায় রেজাউল করিম (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শুক্রবার সকালে নন্দীগ্রাম-শেরপুর সড়কের কদমকুড়ি এলাকা থেকে তার পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে পুলিশ। সে একটি বাড়ি একটি খামার প্রকল্পে বগুড়ার আদমদীঘি উপজেলায় চাকরি করতেন। পুলিশ জানায়, রেজাউলের বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়ায়। নন্দীগ্রাম উপজেলার বিআরডিবি অফিসের সহকারী গ্রাম উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) জিল্লুর রহমানকে বেশ কিছুদিন আগে রেজাউল তার গ্রামের এক পরিচিতজনের চাকরির জন্য সাড়ে ৬ লাখ টাকা দিয়েছিল। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরিও হয়নি আবার টাকা ফেরত দিতেও টালবাহানা করে আসছিল জিল্লুর। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা নেয়ার জন্য রেজাউল নন্দীগ্রামে আসেন।
×