ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রংপুর চিনিকলের আখ রোপণ মৌসুমের উদ্বোধন

প্রকাশিত: ০৪:২০, ২ সেপ্টেম্বর ২০১৬

রংপুর চিনিকলের আখ রোপণ মৌসুমের উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে বৃহস্পতিবার ২০১৬-১৭ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চিনিকলের আওতাধীন সকল সাবজোনে একযোগে আখের বীজতলায় বীজখ- রোপণের মাধ্যমে এ কর্মসূচীর সূচনা করা হয়। মিল গেট সাবজোনের গোপালপুর গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মেঃ. আব্দুল মজিদ, মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ নাজমূল হুদা প্রমুখ। -নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ৪ বছরের যুদ্ধ-সংঘাতে বিপর্যস্ত সিরিয়ার অর্থনীতি সিরিয়ায় সরকারপক্ষ ও বিরোধীদের চলা টানা চার বছরের যুদ্ধ-সংঘাতে বিপর্যস্ত দেশটির অর্থনীতি। ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর অনেক স্থাপনা। আলেপ্পোর চেম্বার অব কমার্স বলছে, এ শিল্পাঞ্চল পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের আলেররমুন শিল্পাঞ্চলটি কর্মচাঞ্চল্য হারিয়ে এখন পরিণত হয়েছে মৃম্যৃপুরীতে। সরকারপন্থী আর বিরোধীদের সহিংসতার মুখে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অন্যান্য শহরের মতো এ শহরও এখন দাঁড়িয়ে আছে ধ্বংসাবশেষের ওপর। ২০১২ সালেই এ স্থানটি দখলে নিয়েছিল সরকারবিরোধীরা। সেই থেকে টানা চার বছর পর গেল জুলাইয়ে দেশটির সেনাবাহিনী এ অঞ্চলকে দখলমুক্ত করে। কিন্তু এতদিনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ অঞ্চল। উপর্যুপরি হামলায় ধ্বংস হয়ে গেছে এখানকার অন্তত ৬শ’ কারখানা এবং আড়াই শ’ দোকান। -অর্থনৈতিক রিপোর্টার
×