ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মাহবুবা সুলতানা

স্মরণ ॥ স্মৃতিতে ফরিদ আলী

প্রকাশিত: ০৬:২৭, ১ সেপ্টেম্বর ২০১৬

স্মরণ ॥ স্মৃতিতে ফরিদ আলী

একাডেমিক শিক্ষায় তেমন অগ্রসর না হয়েও অভিনয় জগতে দেখিয়েছেন পারদর্শিতা। অনবদ্য কৌতুক অভিনয়ে দর্শকমনে দাগ কেটেছেন বহুবার। শুধুমাত্র অভিনয় নয়, নাটক লেখা ও নির্দেশনায়ও পারদর্শী ছিলেন এই শিল্পী। বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় অভিনেতাদের একজন মুক্তিযোদ্ধা ফরিদ আলী ওরফে ‘চাল্লু ফারু’র কথা। শহীদুল আমীনের লেখা কনে দেখা নাটকে একটি নারী চরিত্রে অভিনয় করে ১৯৬২ সালে তিনি অভিনয় যাত্রা শুরু করেন। অসংখ্য মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। প্রফেসর মুনীর চৌধুরীর লেখা একতলা দোতলা নাটকে অভিনয়ের মাধ্যমে ১৯৬৪ সালে তিনি প্রথম টিভিতে দৃশ্যমান হন। বিটিভির প্রথম নাটক একতলা দোতলার মাধ্যমে অভিনেতা ফরিদ আলী কৌতুক অভিনয়ে জয় করে নেন দর্শকহৃদয়। সত্তর ও আশির দশকের নাটকে তার বিচরণ ছিল ঈর্ষনীয়। তার নিজের লেখা প্রথম টিভি নাটক হলো- নবজন্ম। অভিনেতা ফরিদ আলীর চলচ্চিত্রে পদার্পণ ১৯৬৬ সালে আমজাদ হোসেনের ধারাপাত ছবিতে অভিনয়ের মাধ্যমে। তখন থেকে একাধারে বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জীবনতৃষ্ণা, সেøাগান, চান্দা, দাগ, অধিকার ইত্যাদি। ফরিদ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১৫ জানুয়ারি পুরান ঢাকার এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হলে তাকে নিকটস্থ ওয়ারী বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তিন দিন থাকার পর চ্যানেল আইয়ের সহযোগিতায় তাকে ‘জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল’-এ চিকিৎসাসেবা দেয়া হয়। প্রধানমন্ত্রীর সহায়তাও পান ফরিদ আলী। কিছুদিন সুস্থ থাকলেও শারীরিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি। গত ১৯ আগস্ট আবারও অসুস্থ হয়ে পড়েন ফরিদ আলী। এ সময় তাকে ওয়ারীর বারডেম হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সেখানকার ডাক্তারের পরামর্শে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে ডা. আবদুল কাদের আখন্দের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল ফরিদ আলীর। মৃত্যুর আগে তার ফুসফুসে পানি জমে যায়। সঙ্গে পা দুটোও অবশ হয়ে যায়। সবার কাছে একজন জনপ্রিয় চলচ্চিত্র কৌতুকাভিনেতা হিসেবে পরিচিত থাকলেও ফরিদ আলী একজন মুক্তিযোদ্ধা এবং একজন সাংবাদিকও বটে। ৭২ বছর বয়সী এ অভিনেতা পুরান ঢাকার ঠাঁটারিবাজারের বাসিন্দা ছিলেন। সর্বশেষ গত ঈদে আমজাদ হোসেনের পরিচালনায় পূর্ণিমার চাঁদে মেঘ নাটকে অভিনয় করেছিলেন এই গুণী অভিনেতা।
×