ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বয়স ১৪৫!

প্রকাশিত: ০৬:০৫, ১ সেপ্টেম্বর ২০১৬

বয়স ১৪৫!

ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপের বৃদ্ধ এমবাহ গথো। জন্মেছিলেন ১৮৭০ সালের ৩১ ডিসেম্বর। এই জন্ম তারিখের পক্ষে তার হাতে প্রয়োজনীয় কাগজপত্রও আছে। এটির সত্যতা নিশ্চিত হলে তিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ডধারী ফ্রান্সের নারী জ্যঁ কালমেন্তের চেয়ে ২৩ বছর বেশি বয়সী। কালমেন্ত ১২২ বছর বয়সে মারা গিয়েছিলেন। জাভার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, তারা তাদের রেকর্ড শনাক্ত করেছেন এবং জন্ম তারিখসহ এমবাহর আইডি কার্ড অনলাইনে পোস্ট করা হয়েছে। এমবাহ সম্প্রতি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, তার একটি মাত্র আকাক্সক্ষা রয়েছে- আর তাহলো ‘মৃত্যু’। ১৪৫ বছর বয়সী এ বৃদ্ধ গত তিন মাস ধরে চামচে খাবার খেয়েছেন এবং তিনি বেশি দুর্বল হয়ে পড়ায় তার নাতিরা তাকে গোসল করিয়েছে। তিনি দিনের অধিকাংশ সময় বসে রেডিও শোনেন। কারণ তার চোখের বর্তমান যে অবস্থা তাতে তিনি টেলিভিশনের কিছু দেখতে পান না। এমবাহ গত সপ্তাহে বলেন, ‘আমি মরতে চাই। আমার নাতিরা সবাই স্বাবলম্বী।’ তার ভাই-বোনেরা সবাই মারা গেছেন। চার স্ত্রী ও সন্তানেরাও মারা গেছেন। এমবাহকে জিজ্ঞাসা করা হয় তার দীর্ঘায়ুর রহস্য কী? তিনি বলেন, ‘রেসিপি শুধুই ধৈর্য-সহিষ্ণুতা।’ -অডিটি সেন্ট্রাল
×