ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পায়ুপথে বাতাস ঢোকানোর শিকার এবার এক শিশু

প্রকাশিত: ০৬:০৪, ১ সেপ্টেম্বর ২০১৬

পায়ুপথে বাতাস ঢোকানোর শিকার এবার এক শিশু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আবারও পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনা ঘটেছে। এবার পায়ুপথে বাতাস ঢোকানো হয়েছে এক শিশুকে। বুধবার বিকেল পৌনে পাঁচটায় মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় মেঘলা অটোমোবাইল নামে এক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আরন (১১)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মেঘলা অটোমোবাইলের শিশু শ্রমিক মুমূর্ষু আরন জানায়, জোর করে তার পায়ুপথে বাতাস দেয়া হয়েছে। সহকর্মী সাদ্দাম জানায়, দুষ্টুমির ছলে আরেক শিশু শ্রমিক শরিফুল (১১) এ কা- ঘটায়। বাতাস দেয়ার সঙ্গে সঙ্গে আরনের পেট ফেঁপে যায়। গুরুতর অবস্থায় তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকাবাসী জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর এলাকার আবেদ আলীর ছেলে আরন। মোহাম্মদপুর কাঁটাসুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ভাই রিপনের সঙ্গে থাকে সে। সহকর্মী শরিফুল ও রাব্বির সঙ্গে ঝগড়া হলে এক পর্যায় তারা জোরপূর্বক কম্প্রেসার মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। পরে গ্যারেজের মালিক সাদ্দাম হোসেন চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে যান। শিশুটির অবস্থা খুবই গুরুতর। তার অস্ত্রোপচার করাতে হবে। মোহাম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, শিশুর পায়ুপথে বাতাস ঢুকানোর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঝিলে নেমে কিশোরের মৃত্যু ॥ রাজধানীর আফতাব নগরে ঝিলে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তানজিব পিয়ান অনিক (১৬) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নবম শ্রেণীতে পড়ত। তার বাসা রামপুরার বনশ্রী এলাকায়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল। তিনি জানান- অনিক ও তার কয়েকজন বন্ধু মিলে ঝিলে গোসল করতে নেমেছিল। অনিক সাঁতার জানত না। এক পর্যায়ে অনিক ডুবে গেলে তার বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। ওসি জলিল বলেন- নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে। গৃহবধূ আহত ॥ রাজধানীর দক্ষিণখানে জেবুন্নেসা চৌধুরী (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে দক্ষিণখান থানার আজমপুর জামতলা এলাকার একটি বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এ গৃহবধূকে আহত করা হয়। আহত ওই গৃহবধূর ছেলে কাওসার আহমেদ বলেন, দক্ষিণ আজমপুরের জামতলা এলাকার ৮১/৪১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় আমরা থাকি। চতুর্থ তলার একটি ইউনিট খালি থাকায় ওই ইউনিটটি দেখতে গেলে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়া হয়।
×