ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি ॥ যশোরে নিরাপত্তা চেয়ে স্মারকলিপি

প্রকাশিত: ০৪:১০, ৩১ আগস্ট ২০১৬

পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি ॥ যশোরে নিরাপত্তা চেয়ে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ হিযবুত তাহরীর পরিচয়ে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের পাঁচ ব্যক্তিকে হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় তারা হুমকির শিকারদের নিরাপত্তা নিশ্চিত ও হুমকিদাতাদের খুঁজে বের করার দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২২ আগস্ট ডাকযোগে ‘হিযবুত তাহরীর’ বাংলাদেশ উইং নামে যশোরে জাসদ কেন্দ্রীয় কমিটির (ইনু) কার্যকরী সদস্য রবিউল আলম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোরের সাধারণ সম্পাদক মাহাবুুবুর রহমান মজনু, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুরসহ ৫ জনকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। হিযবুত তাহরীরের ওই চিঠিতে প্রশাসনকেও চ্যালেঞ্জ করা হয়েছে। বর্তমানে যশোরের বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতিতে পত্র দিয়ে হুমকির বিষয়টি সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হুমকিপ্রাপ্ত ব্যক্তিগণ ইতোমধ্যে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে কোতায়ালি থানায় মামলা করেছেন। তবে, হুমকিপ্রাপ্তদের মধ্যে দুইজনের কথা উল্লেখ করা হয়নি স্মারকলিপিতে। তারা হলেন বেনজিন খান ও আশিকুজ্জামান টুটুল। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন যশোরের ৫৩ বিশিষ্ট নাগরিক। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবদুস শহীদ লাল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, চাঁদের হাটের সহ-সভাপতি কাজী জাকির হোসেন, ইয়াকুব কবীর, ইকবাল কবির জাহিদ, মাহামুদ হাসান বুলু, ডিএম শাহিদুজ্জামান প্রমুখ। ধানের চারা বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ আগস্ট ॥ ফরিদপুরের চার উপজেলার ২৪টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষদের হাতে চারা তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মনজুরুল হান্নান। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন ৮১ জন কৃষককে ধানের চারা দেয়া হয়। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অঞ্চলের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস, উপ-পরিচারক জি এম আবদুর রউফ, আবুল বাশার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। শিশুশ্রম নিরসনে কর্মশালা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ কাউন্সিলের সক্ষমতা বৃদ্ধিকল্পে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা হবে। খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসেন, জেলা প্রশাসক নাজমুল আহসান এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) সভাপতি ইমরানুল হক চৌধুরী।
×