ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিহতদের পরিবারও স্বীকার করছে ওরা জঙ্গী ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:০৫, ৩০ আগস্ট ২০১৬

নিহতদের পরিবারও স্বীকার করছে ওরা জঙ্গী ॥ তোফায়েল

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গীদের পরিবারগুলোও স্বীকার করছে নিহত ব্যক্তিরা জঙ্গী। অথচ জাতিকে বিভ্রান্ত করতে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলছেন, ‘এরা জঙ্গী নয়।’ এই যাদের বক্তব্য, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। রাজনৈতিক আদর্শ দিয়ে এদের (বিএনপি) মোকাবেলা করতে হবে। সোমবার রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বারডেম শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশকে এখন আর কেউ উপেক্ষার চোখে দেখে না। সবাই মর্যাদার দৃষ্টিতে দেখে। যে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন, পরে তিনি পর্যন্ত বলেছেন- বাংলাদেশ কী বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমান মার্কিন পররাষ্ট্র্রমন্ত্রী জন কেরি আজ (সোমবার) বাংলাদেশ সফরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। মার্কিন সরকারের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্ভবত এই প্রথম আমাদের জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানালেন। এতেও প্রমাণ হয় বাংলাদেশকে কেউ আর উপেক্ষা করতে পারে না। সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ মীর নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাডাস’র সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারওয়ার আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, অধ্যাপক ডাঃ পুরবী রানী দেবনাথ, ইমরান হোসেন, এনামুল হক, সেলিম চৌধুরী প্রমুখ। বঙ্গবন্ধুর খুনীদের ফেরত দিন- জন কেরিকে হানিফ ॥ যুক্তরাষ্ট্রে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল বালক উচ্চ বিদ্যালয়ে যাত্রাবাড়ী থানা কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিনেও দেশে আনা সম্ভব হয়নি বঙ্গবন্ধুর পলাতক খুনীদের। এ খুনীদের মধ্যে রাশেদ চৌধুরী এবং রিসালদার মোসলেম উদ্দিন রাজনৈতিক আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রে। এ খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাই। বিএনপির নতুন কমিটির সমালোচনা করে হানিফ বলেন, বিএনপির এ কমিটিতে স্থান দেয়া হয়েছে যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত আসামির সন্তান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ও জঙ্গীবাদের লালন-পালনকারীদের। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বিএনপি কখনও জামায়াত ছাড়তে পারবে না। এরা আদর্শগতভাবে এক ও অভিন্ন। তাই যারা বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে ভাবছেন, তাদের সময় শেষ হয়ে গেছে। তারা আজ ঐক্যের ধুয়া তুলে সন্ত্রাস ও জঙ্গীবাদকে রক্ষা করতে চায়। কারণ এ সন্ত্রাস ও জঙ্গী বিএনপি-জামায়াতের সৃষ্টি। তারা ধরা পড়লে বিএনপির মুখোশ উন্মোচিত হয়ে যাবে। তাই সন্ত্রাস ও জঙ্গীদের রক্ষা করার জন্যই ঐক্যের ধুয়া তুলেছে তারা। কিন্তু কোন ঐক্যে লাভ হবে না। দেশবাসী আপনাদের বারবার প্রত্যাখ্যান করছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সামসুল হক রেজা, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা প্রমুখ। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছেÑ ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে অনেকেই ভুল তথ্য পরিবেশন করছেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অর্থনীতি পড়ান, তারা যখন পরিবেশ বিশেষজ্ঞ হয়ে যান তখনই বিপত্তিটা ঘটে। বিশ্ববিদ্যালয়ে পড়ান রাজনীতি বিজ্ঞান, অর্থনীতি কিন্তু বিশেষজ্ঞ হয়ে গেছেন পরিবেশের। এতেই সৃষ্টি হয়েছে সমস্যা। সোমবার বিকেলে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অর্থনীতিবিদরা পরিবেশবিদের ভূমিকা পালন করার কারণেই তারা অনেক ভুল এবং অসত্য তথ্যের ওপর ভিত্তি করে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের কমিটি তো তেল গ্যাস রক্ষার জন্য। সরকার তো সেই তেল গ্যাস রক্ষার জন্যই কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করেছে। গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্র হলে তো গ্যাস নষ্ট হবে। রামপাল বিদ্যুত প্রকল্প নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা মনগড়া তথ্য দিয়েছেন দাবি করে ড. হাছান বলেন, বিএনপি নেত্রী যে অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই। তাদের আসল উদ্দেশ্য পরিবেশ রক্ষা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং অন্যের ইস্যুকে হাইজ্যাক করে আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার ব্যর্থ চেষ্টা করা। পরিবেশ রক্ষার জন্য নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রামপাল বিদ্যুত কেন্দ্রের বিরোধিতা করছেন বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক আবদুস ছাত্তার এমপি প্রমুখ।
×