ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে ভার্সিটিতে মেয়েরা কেন বেশি

প্রকাশিত: ০৬:০১, ২৭ আগস্ট ২০১৬

ব্রিটেনে ভার্সিটিতে মেয়েরা কেন বেশি

পরিসংখ্যানটা স্কটল্যান্ড ও ইংল্যান্ডের। সেখানে ‘এ’ লেভেলে পড়ালেখায় ছেলেদের তুলনায় মেয়েদের ফল বেশ ভাল। আর এ-লেভেল নয়, শিক্ষাক্ষেত্রের সব স্তরেই মেয়েরা ভাল করছে। চলতি বছর ৮০ শতাংশ মেয়ে এ লেভেলে এ-প্লাস পেয়েছে, যেখানে ৭৫ শতাংশ ছেলের এমন ফল হয়েছে। আর এ বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ফরম পর্যালোচনা করে দেখা গেছে, আবেদনকারী মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৬ শতাংশ বেশি। ইউনিভার্সিটি এ্যান্ড কলেজ এডমিশন সার্ভিসের প্রধান নির্বাহী ম্যারি কার্নক কুক এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত। ছেলেদের ভবিষ্যত নিয়ে নিজের উদ্বেগও প্রকাশ করেছেন তিনি এবং সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন যেন এ বিষয়ে কোন সমাধান বের করা হয়। যখন কিশোর-কিশোরীরা সিক্সথ লেভেল বা ষষ্ঠ শ্রেণী পার করছে তখনই দেখা যাচ্ছে, মেয়েদের ফল তুলনামূলক ভাল। গত বছরে এ- লেভেল ৫৫ শতাংশ ছাত্রী অংশ নিয়েছে এবং ৪৫ শতাংশ ছাত্র অংশ নিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় দেখা যাচ্ছে যে, ছাত্রীর সংখ্যাই বেশি। ইউনিভার্সিটি অব ব্রিস্টলের এক গবেষণায় দেখা গেছে, স্কুলের শুরুর দিকে মেয়েরা এক ক্লাস পেছনে পড়লে, ছেলেরা পেছনে পড়েছে দুই ক্লাস। তাদের গবেষণায় আরও দেখা গেছে, ইংল্যান্ডের প্রায় ৮০ হাজার ছাত্র কোন এক ক্লাসের শুরুতে একটি বাক্য বলতেই হিমশিম খায়, তারা সঠিক নির্দেশনাও ধরতে পারে না। তাহলে এখন কি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মেয়েদের সামনে এগিয়ে যাবার লক্ষ্যই বেশি, ছেলেরা কি উচ্চাকাক্সক্ষী নয়? গবেষণায় বলা হয়েছে, ছেলেরা স্কুলের বাইরে কাজ করা বা পড়তে যাওয়ার বদলে ঘরে কম্পিউটার গেমসে মনোযোগ দেয় বেশি। অন্যদিকে, মেয়েরা পড়ার বিষয়ে বেশি আগ্রহী। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নারীদের উপস্থিতি বাড়ার আরেকটা কারণ বের করেছেন গবেষকরা। নব্বইয়ের দশকে বিশ্ববিদ্যালয়ে পলিটেকনিক বিষয়ে পড়ালেখার জন্য প্রচুর নারী শিক্ষার্থী নেয়া হয়। সে সময় অনেক নারী নার্সিং ও শিক্ষকতার মতো বিষয় বেছে নিয়েছিল, যেগুলোতে ক্যারিয়ার গড়তে পুরো ডিগ্রী না হলেও চলত।- বিবিসি
×