ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:২৬, ২৬ আগস্ট ২০১৬

মীরসরাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মীরসরাইয়ে এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হোসনে আরা বেগম (৩০)। তিনি গ্রামের প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী ও সোনাগাজী উপজেলার চট্টগ্রাম সমাজ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। পুলিশ এ ঘটনায় মোহাম্মদ মিয়া ও মোশাররফ হোসেন নামে দু’জনকে আটক করেছে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, এএসপি (সীতাকু-) মাহবুবুর রহমান ও চট্টগ্রাম সিআইডি পুলিশের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানায়, বুধবার রাতে সে মায়ের সঙ্গে ঘুমায়। রাত ৩টার দিকে প্রাকৃতিক কাজ সারতে বাইরে যাওয়ার জন্য মাকে ডাকলে মায়ের কোন সাড়া পাওয়া যায়নি। পরে বাতি জ্বালিয়ে দেখা যায় খাটের নিচে মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে তার চিৎকার শুনে বাড়ির লোকজন আসে। সে জানায়, তার মায়ের শরীরে থাকা স্বর্ণালঙ্কারও খুনীরা নিয়ে যায়। এর বেশি সে আর কিছু বলতে পারেনি। গাজীপুরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শাহীন (২৮)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ছোট গোবিন্দপুর এলাকার আব্দুল আলিম ওরফে গেদুরাজের ছেলে। ডিমলায় শিশু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, চার বছরের শিশুকন্যা সুখোমনিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের গুচ্ছগ্রামসংলগ্ন একটি বাঁশঝাড়সংলগ্ন গর্ত হতে পুলিশ ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটি ওই গ্রামের ইনসান আলীর মেয়ে। ইনসান আলীর সাত মেয়ে এক ছেলের মধ্যে সুখোমনি সপ্তম। শিশুটির মা মতিজন বেগম জানান, বুধবার সকালে তার চার বছরের মেয়ে সুখোমনি গুচ্ছগ্রামসংলগ্ন খেলার মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সাভারে গৃহকর্ত্রী ও ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে দুর্বৃত্তরা একটি বাড়িতে প্রবেশ করে গৃহকর্ত্রী রজ্জবাননেসাকে (৮৫) জবাই করে হত্যা ও তার স্বামী শতবর্ষী ফালুজ উদ্দিন ব্যাপারীকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার ভোরে সুতিপাড়া ইউনিয়নের বাথুলীর বালিথা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফালুজ উদ্দিনের দোতলা বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে গৃহকর্ত্রী রজ্জবাননেসাকে ঘুমন্তাবস্থায় জবাই করে হত্যা করে লাশ ফ্রিজের কার্টনের ভেতরে ঢুকিয়ে রাখে। পুলিশ ওই নারীর জবাই করা লাশ উদ্ধার করে। অপরদিকে আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাদিম হোসেনের বিরুদ্ধে শাহীন কবির নামের এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। বুধবার মধ্যরাতে আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী এলাকা ‘বাংলাদেশ পরমাণু গবেষণা শক্তি স্কুল এ্যান্ড কলেজ’ সংলগ্ন রাস্তার পাশে শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা জানান, তার ছেলে রড-সিমেন্টের স্থানীয় ব্যবসায়ী। কয়েক দিন ধরে নাদিম ও তার সঙ্গীরা তার ছেলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তার ছেলে চাঁদা দিতে অস্বীকার করে। এরই সূত্র ধরে বুধবার মধ্যরাতে শাহীন একাই প্রাইভেটকারযোগে শ্রীপুর এলাকার নিজ মার্কেটের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তার গাড়িতে গুলি চালায়। পরে গাড়িতে ভাংচুরও চালানো হয়। এ সময় শাহীনের মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা চলে যায়। টাঙ্গাইলে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, ঘাটাইলে যৌতুকের দাবিতে মর্জিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কামারচালা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গভীর রাতে স্বামী সাইফুল ইসলামকে (৩৫) আটক করেছে। ভোলায় মাঝি নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বেড়ির মাথা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বৃহস্পতিবার ভোরে অলিউল্লাহ (৫০) নামের এক খেয়া মাঝির মৃত্যু হয়েছে। ছেলের অভিযোগ পেয়ে আলাউদ্দিন নদীর পাড়ে গিয়ে পাবেলের পিতা খেয়া মাঝি অলিউল্লাহকে মারপিট করে। এতে অলিউল্লাহ অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। কুমিল্লায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, হারুন মিয়া নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর টিক্কাচর ব্রিজের কাছ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তিনি বুড়িচং উপজেলার বুরবুড়িয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে এবং পরিবার নিয়ে নগরীর সুজানগর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে দুটি মামলা রয়েছে।
×