ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক

শান্তিরহাটে যানজটের মূল কারণ ফুটপাথ দখল

প্রকাশিত: ০৬:২৪, ২৬ আগস্ট ২০১৬

শান্তিরহাটে যানজটের মূল কারণ ফুটপাথ দখল

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৫ আগস্ট ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় ফুটপাথ দখলের কারণে প্রতিদিন যানজট লেগেই রয়েছে। যানজটের কবলে পড়ে সঠিক সময়ে গন্তেব্যে পৌঁছতে পারছেন না দূরপাল্লার যাত্রীরা। শুধু তাই নয়, রোগীবাহী এ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে দেখা যায়। দূরপাল্লার যাত্রীদের অভিযোগ, ফুটপাথ দখল ছাড়াও সিএনজি সমিতি অবৈধভাবে রাস্তার দুই পাশ দখল করে এলোমেলোভাবে গাড়ি পাকিং ও নির্দিষ্ট জায়গায় বাজার না বসিয়ে তা মহাসড়কের পাশে বসানোর কারণেই মূলত এ যানজট। এতে বিরক্ত হয়ে অনেকে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। যানজট নিরসন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন। এ সময় ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইনচার্জ (চট্টগ্রাম দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শরীফ, শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও সিএনজি সমিতির নেতৃবৃন্দ। হাজী আসমত কলেজ সরকারীকরণ দাবি নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৫ আগস্ট ॥ হাজী আসমত কলেজ সরকারীকরণের দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ আকম মোবারক আলী বলেন, বাংলাদেশে ২৬৩টি কলেজ সরকারীকরণ করা হয়েছে। অথচ ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলেজটি এখনও পর্যন্ত সরকারীকরণ হয়নি। এ সময় তিনি আরও বলেন, এবার এইচএসসিতে গড় পাসের হার শতকরা ৬৯ দশমিক ৫৭ ভাগ। মেরিটাইম ভার্সিটির সিনেট সভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের দ্বিতীয় সিনেট সভা গত বুধবার বিশ্ববিদ্যালয়ের মিরপুর পল্লবীর অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার ইতিহাসে এটি একটি অন্যতম মাইলফলক। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এ্যাডমিরাল এএসএম আব্দুল বাতেন সভাপতিত্ব করেন। সিনেটের সদস্যবৃন্দ স্বল্পতম সময়ে বিশ্ববিদ্যালয়ের কাক্সিক্ষত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত এবং ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেট অনুমোদিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধি, চাকরি সংবিধি, অর্থ সংবিধি ও হিসাব ম্যানুয়াল চ্যান্সেলরের অনুমোদনের জন্য সুপারিশসহ বেশকিছু শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
×