ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও পথযাত্রাপালা

প্রকাশিত: ০৭:০০, ২৫ আগস্ট ২০১৬

সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও পথযাত্রাপালা

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাংস্কৃতিক কর্মীদের আন্দোলনের ধারাবাহিকতায় বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। এ কর্মসূচীর ধারাবাহিকতায় ‘জাগো, জেগে ওঠ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সেøাগানে আগামীকাল শুক্রবার বিকাল ৩টা থেকে ৪-৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে বিশেষ কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে মানব বন্ধন, মিছিল এবং সমাবেশ। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে রচিত ‘বাংলার মহানায়ক’ যাত্রাপালা এবং নবাব সিরাজউদ্দৌলা যাত্রাপালা থেকে অংশবিশেষ পরিবেশন করা হবে। কর্মসূচীতে অংশ নেবেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসিমসহ আরও অনেকে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের সকল শ্রেণী- পেশার মানুষকে যাত্রাশিল্পীদের এ কর্মসূচীতে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন পরিষদের নেতারা।
×