ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যমুনা নিয়ে অভিনব সংবাদ বিজ্ঞপ্তি এনবিআরের

প্রকাশিত: ০৯:২৩, ২৪ আগস্ট ২০১৬

যমুনা নিয়ে অভিনব সংবাদ বিজ্ঞপ্তি এনবিআরের

বিডিনিউজ ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের কাছ থেকে পাওনা রাজস্ব দিয়ে কি কি অবকাঠামো নির্মাণ করা যায়, তার ফিরিস্তি দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার পাঠানো অভিনব এই সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, যমুনা গ্রুপের কাছ থেকে ভ্যাট ও শুল্ক বাবদ বকেয়া রাজস্ব ২১৬ কোটি টাকা সংগ্রহ করা গেলে প্রতিটি জেলায় ১ হাজার ৬৯০ কালভার্ট, ১০৮ কিলোমিটার গ্রামীণ সড়ক, ৪৩২ প্রাথমিক বিদ্যালয়সহ অনেক উন্নয়ন সম্ভব। এদিকে এই সংবাদ বিজ্ঞপ্তিকে ‘হাস্যকর’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। তিনি বলেন, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমরা আইনের পথে আছি। এনবিআর যমুনা গ্রুপের কাছ থেকে যে বকেয়ার কথা বলছে সেটা বিচারাধীন রয়েছে। যে রায় আসবে সেটা আমরা মেনে নেব, বলেন সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির নেত্রী সালমা ইসলামের স্বামী বাবুল। এনবিআর বলেছে, এই বকেয়া নিয়ে তারা যমুনা গ্রুপকে একটি চিঠি দিয়ে ‘অত্যন্ত আপত্তিকর ও অশালীন’ জবাব পেয়েছে। পত্রটির ভাষা ও বিষয়বস্তু অত্যন্ত আপত্তিকর ও অশালীন, যা ব্যক্তিগত আক্রোশের বহির্প্রকাশ বলে প্রতীয়মান। বাবুল তার মালিকানাধীন দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনকে জাতীয় রাজস্ব বোর্ডের ভাবমূর্তি হেয় করার অপপ্রয়াসে ব্যবহার করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। দুই পৃষ্ঠার সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, তারা ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতি কঠোরভাবে অনুসরণ করছে।
×