ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ আগস্ট ২০১৬

ফিন্যান্স ও ব্যাংকিং

১. আলামিন তার ব্যবসায়ের জন্যে মাইডাস হতে ২ বছরের জন্যে ঋণ গ্রহণ করে। তাবে আলামিন মাইডাস অফিসে গিয়ে দেখে প্রতিষ্ঠানটি আরও নানান ধরনের কাজের সাথে জড়িত। উক্ত প্রতিষ্ঠানটির কাজের আওতাভূক্ত- র পরামর্শ দান রর প্রশিক্ষণ দান ররর দক্ষতা বৃদ্ধিকরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. প্রথম প্রতিষ্ঠিত সরকারি কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ক) ব্যাংক অব ইংল্যান্ড খ) বেনকোডা ব্রাজিল গ) শাপী ব্যাংক ঘ) রিকস ব্যাংক অব সুইডেন ৩. কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের চেকের লেনদেনের নিষ্পত্তিতে কী হিসেবে কাজ করে? ক) নিয়ন্ত্রক খ) নিকাশ ঘর গ) মুরব্বি ঘ) পরিদর্শক ৪. দীর্ঘমেয়দি উৎস হতে চলতি ব্যয় নির্বাহের অর্থ সংগ্রহ করা হলে ব্যবসায় কীরূপ প্রভব পড়বে? ক) নগদ প্রবাহের বাজেট তৈরি করা জটিল হবে খ) প্রতিষ্ঠনে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে গ) উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হবে ঘ) দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করা দুরূহ হবে ৫. অর্থ সরবরাহকারীরা বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে, তাদের প্রত্যাশিত আয়ের হার হবে- ক) বেশি খ) কম গ) সমান ঘ) শূন্য ৬. কীসের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের যোগাযোগ সেবা প্রদান করে? ক) সুদ খ) মুদ্রা গ) বাট্টা ঘ) কমিশন ৭. বন্ড ও ডিবেঞ্চারের মালিকগণ তারল্য ঝুঁকির সম্মুখীন হয়। কারণ- র. বন্ড-ডিবেঞ্চারের ক্রেতা সহজে পাওয়া যায় না রর. যুক্তসঙ্গত মূল্যে বন্ড-ডিবেঞ্চার বিক্রয় করা কষ্টসাধ্য ররর. বন্ড-ডিবেঞ্চারের মূল্য সুদের হার ওঠা-নামার ওপর নির্ভরশীল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে বিবেচনা করা হয় কোনটি? ক) বাট্টা হার খ) প্রত্যাশিত নিট মুনাফা গ) গড় মুলধনী ব্যয় ঘ) প্রকৃত সুদের হার ৯. নগদ অর্থ ও মুনাফার মধ্যকার সর্ম্পক কীরূপ? ক) সরল খ) পরিপূরক গ) বিপরীত ঘ) সম্পূরক ১০. নাহিদ কলেজের সামনে একটি বইয়ের লাইব্রেরি দিয়েছে। প্রথম দিকে শুধু পাঠ্যবই বিক্রি করলেও নাহিদ এখন উপন্যাস,চাকরির বইসহ অন্যান্য বই বিক্রির প্রধান কারণ কোনটি? ক) উপযুক্ততার নীতি খ) ঝুঁকি বন্টন নীতি গ) মুনাফার নীতি ঘ) তারল্য নীতি ১১. কোনটি অর্থের প্রবাহকে পুঙ্খভাবে নিয়ন্ত্রণ করে? ক) উপযোগিতা খ) অর্থায়ন গ) পরিকল্পনা ঘ) নির্দেশনা ১২. মূলধন ব্যয় ধারণাটি জড়িত নয়- র বিনিয়োগকৃত লভ্যাংশ রর অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয় ররর মূলধন সংরক্ষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩. ব্যাংক হিসাব খোলার জন্যে সর্বোত্তম বৈশিষ্ট্য কোনটি? ক) ঋণের সুদ অধিক খ) আমানতের সুদ কম গ) ব্যাংক চার্জ সমানুপাতিক ঘ) স্বল্প চার্জে অধিক সেবা ১৪. লিজিং কোন অর্থায়নের অভিনব পদ্ধতি? র স্বল্পমেয়াদি রর মধ্যমেয়াদি ররর দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ১৫. কোন ব্যবসায়ের সার্বিক উদ্দেশ্য সাধনে কোনটির প্রভাব রয়েছে? ক) ঝুঁকির খ) অনিশ্চয়তার গ) ক্রেতার ঘ) বিক্রেতার ১৬. ব্যাংক হিসাবকে প্রকারভেদ করা হয় মানুষের- র. জীবিকা অনুসারে রর. প্রয়োজন অনুসারে ররর. চাহিদা অনুসারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৭. গড়ঃযবৎ ড়ভ ঈবধঃৎধষ ইধহশ নামে অভিহিত করা হয় কোন ব্যাংকটিকে? ক) ঞযব ঘধঃরড়হধষ ইধহশ ড়ভ অঁংঃৎরধ খ) ঞযব জবরপশং ইধহশ ড়ভ এবৎসধহু গ) ঞযব ইধহশ ড়ভ ঘবঃযবৎষধহফ ঘ) ইধহশ ড়ভ ঊহমষধহফ সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (খ) ৯. (গ) ১০. (খ) ১১. (খ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (ঘ)
×