ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘জলবায়ু ঈশ্বরের নিয়ন্ত্রণে’

প্রকাশিত: ০৫:২৫, ২৩ আগস্ট ২০১৬

‘জলবায়ু ঈশ্বরের নিয়ন্ত্রণে’

আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য ড্যানি হিলে রাই দাবি করেছেন, জলবায়ুর দায়দায়িত্ব ঈশ্বরের এবং তিনিই জলবায়ু নিয়ন্ত্রণ করেন। যে কারণে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষকে দায়ী করা উচিত নয়। সম্প্রতি দেশটির ‘হট প্রেস’ নামে এক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে জলবায়ু পরিবর্তন নিয়ে তার বক্তব্যের সমর্থনে তিনি বরফযুগ ও নুহ (আ)-এর নৌকা তৈরির ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমরা বরফযুগ পার করেছি। আমাদের নুহ (আ)-এর নৌকার ইতিহাস রয়েছে। আমাদের ১৭৪০ সালের দুর্ভিক্ষের ইতিহাস রয়েছে, যা টানা দুই বছর খরার কারণে হয়েছিল। এগুলো হচ্ছে সেই বিষয়। কিছু শতাব্দী রয়েছে যখন প্রচণ্ড গরম ও উষ্ণতা অনুভূত হয়েছে এবং আরও কিছু শতাব্দী ছিল যখন প্রচুর বৃষ্টিপাত ও শীতল আবহাওয়া ছিল। এসব বিষয়ের ওপর নির্ভর করেই আমার এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। -বিবিসি অবলম্বনে।
×