ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছি ॥ মির্জা ফখরুল

নবগঠিত কমিটিকে নিয়ে জিয়ার মাজার জিয়ারত খালেদার

প্রকাশিত: ০৫:২০, ২৩ আগস্ট ২০১৬

নবগঠিত কমিটিকে নিয়ে জিয়ার মাজার জিয়ারত খালেদার

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর সোমবার বিকেলে তিনি প্রথমবার জিয়ার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর পর সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। বিএনপি প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি। এখান থেকে আমরা সেই শপথ গ্রহণ করেছি। আওয়ামী লীগ সারাজীবন গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও উদ্ধারের লড়াই করলেও সেই দলটি আজ সম্পূর্ণভাবে এক নায়কতন্ত্র ও একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয়েছে। ২১ আগস্টের হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করে বলেন, আগে গঠিত তিনটি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর তার নাম যুক্ত করেছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। রামপালে বিদ্যুত উৎপাদন কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার। সুন্দরবন ধ্বংস, পরিবেশ বিনষ্ট করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনে আমরা ঘোর বিরোধী। এ ধরনের বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে হলে অন্য জায়গায় করা যেতে পারে। যেখানে পরিবেশের ক্ষতি হবে না। আমরা বিদ্যুত চাই তবে বাংলাদেশের স্বার্থ ক্ষুণœœ করে সুন্দরবনকে বিনষ্ট করে বিদ্যুত চাই না। এটাকে অন্যত্র সরিয়ে নেয়া হোক। তিনি আরও বলেন, কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হয়েছে। নেতাকর্মীরা শপথ নিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপির কাউন্সিল খালেদা জিয়াকে নির্বাহী কমিটি গঠনের জন্যে দায়িত্ব দিয়েছিল। কিছুদিন আগে নির্বাহী কমিটি গঠন করেছেন তিনি। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসা বিএনপির নেতাকর্মীদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মোহাম্মদ শাহজাহান, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট আহমেদ আজম খান, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ইঞ্জিনিয়র আ ন হ আখতার হোসেইন, জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ প্রমুখ। বিএনপি প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা মাজার সংলগ্ন এলাকায় জড়ো হন। গণতন্ত্র পুনরুদ্ধারে অংশগগ্রহমূলক নির্বাচনের দাবি নজরুল ইসলাম খানের ॥ হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের অর্থনৈতিক মুক্তি আসবে। গণতন্ত্রের চালক হচ্ছে নির্বাচন। অথচ মানুষ আজ নির্বাচনের কথা শুনলে ভয় পায়। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া হারানো গণতন্ত্রকে পুনরূদ্ধার করেছিলেন। কিন্তু আজ সেই গণতন্ত্রও নির্বাসিত হয়েছে উল্লেখ করেন। তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, অথর্ব নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়ে গেছে। জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতেই চায় না। কারণ এখন নির্বাচন মানেই হলো আগের রাতেই ভোটের বাক্স ভর্তি করা এবং পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা। জনগণ যাকে ভোট দেবে তাকে বাদ দিয়ে অন্য জনকে বিজয়ী ঘোষণা করা। দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আজকে তাদের ওপর এত অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে। স্বাধীনতার পর দেশের প্রথম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এই অবৈধ সরকারের কাছ থেকে দেশকে রক্ষা করা দলটির দায়িত্ব রয়েছে। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি কারাগারে আটক বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব রিজভীসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন-সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল আলম প্রমুখ।
×