ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা দুই অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে স্বর্ণপদক জয়

ফারাহর ঐতিহাসিক ‘ডাবল-ডাবল’

প্রকাশিত: ০৬:৫১, ২২ আগস্ট ২০১৬

ফারাহর ঐতিহাসিক ‘ডাবল-ডাবল’

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স রুখতে পারল না অর্জনটাকে। সে কারণে রিও অলিম্পিকের ট্র্যাকে প্রতিযোগিতা শেষে সবাই দেখল চিরাচরিত ‘মোবট’ নামের বিশেষ উদযাপন। এটাই স্বকীয়তা ৩৩ বছর বয়সী মোহাম্মদ মুকতার জামা ফারাহর। সোমালিয়ান বংশোদ্ভূত এ ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ ৫ হাজার মিটার দৌড়ে জয় তুলে নিয়েছেন। সপ্তাহ খানেক আগেই ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছিলেন তিনি। ফলে এবার রিও অলিম্পিকেও ৪ বছর আগে লন্ডনের মতো ডাবল জয়ের কৃতিত্ব দেখালেন ফারাহ। এর আগে অলিম্পিক ইতিহাসে আর মাত্র একজনই এমনটা করতে পেরেছিলেন। ১৯৭২ ও ১৯৭৬ অলিম্পিকে ফিনল্যান্ডের ল্যাসি ভিরেন টানা দুইবার ডাবল জয়ের একমাত্র কৃতিত্বের অধিকারী ছিলেন। এবার ইতিহাসের পাতায় ভিরেনের পাশে নাম লেখালেন ফারাহ। আর প্রথম দূরপাল্লার দৌড়বিদ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপস ও অলিম্পিকে ডাবল-ডাবল জেতার অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছেন তিনি। সর্বকালের সেরাদের কাতারে অন্যতম কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করলেন তিনি। বয়স অনেক বেড়ে গেছে। তবু ফারাহ এবার ছিলেন অন্যতম ফেবারিট। কারণ তার গত ৪ বছরে ধারাবাহিক শ্রেষ্ঠত্ব। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ৫ হাজার মিটারে স্বর্ণ জিতলেও ১০ হাজারে রৌপ্য পেয়েছিলেন। এরপর ২০১৩ ও ২০১৫ বিশ্ব আসরে ডাবল-ডাবল জয়ের কৃতিত্ব দেখিয়ে কিংবদন্তি বনে যান এ ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ। মূলত ৫ ও ১০ হাজার মিটারে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তিনি ১৫০০ মিটার থেকে শুরু করে ম্যারাথন পর্যন্ত বিভিন্ন দূরত্বের দৌড়ে প্রতিযোগিতা করেন। তবে ৫ ও ১০ হাজার মিটারে তিনি নিজেকে চিনিয়েছেন বিশ্বসেরা হিসেবে। আর এবার রিও অলিম্পিকে হাতছানি দিচ্ছিল সর্বকালের সেরা হওয়ার। ফারাহ নিজেও মনেপ্রাণে চেয়েছিলেন অলিম্পিকে ডাবল-ডাবলের অবিস্মরণীয় কীর্তি গড়তে। সেটা ফঁসকেই যাচ্ছিল ১০ হাজার মিটারে। কারণ সে দিন দৌড়ের মাঝপথে তিনি সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন। এরপর উঠে দাঁড়িয়ে শেষ করেছেন সবার আগে। মনের ভেতর যখন কামনা-বাসনার আগুন জ্বলে তখন কি আর দমিয়ে রাখা কি সম্ভব? ইচ্ছাশক্তি, অনুপ্রেরণা এবং মনের মধ্যে জ্বলে থাকা গণগণে আগুনের ফুলকির জোরেই জিতে গেছেন। এরপর বলেছিলেন, ‘ছোট ছেলেটার জন্য আমি ৫ হাজারেও জিততে চাই। সেটা হবে তার জন্য বিশেষ উপহার আমার পক্ষ থেকে।’ স্ট্যাডিও অলিম্পিকো জোয়াও হ্যাভেলাঞ্জ। পুরুষদের ৫ হাজার মিটারের প্রতিযোগিতা। সারাবিশ্বের দৃষ্টি ফারাহর ওপর নিবদ্ধ। কারণ ইতিহাস ছুঁতে দৌড়াবেন তিনি। সবার আগে শেষ করতে পারলে তা হবে ভিরেনের পর অলিম্পিকে দ্বিতীয় নজির। শেষ পর্যন্ত ফারাহই জিতলেন ১৩ মিনিট ৩.৩০ সেকেন্ড সময় নিয়ে। যুক্তরাষ্ট্রের পল কিপকেমোই চেলিমো ১৩ মিনিট ৩.৯০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও ইথিওপিয়ার হাগোস গেবরিওয়েট ১৩ মিনিট ৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন। ভিরেন শুধু দুই অলিম্পিকে ডাবল-ডাবলের কৃতিত্ব দেখিয়েছিলেন। কিন্তু ইতিহাসে ফারাহ প্রথম দৌড়বিদ যে একাধারে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ডাবল-ডাবল জয়ের নজির সৃষ্টি করেছেন। জয়ের পর ফারাহ বলেন, ‘আমি হারতে ঘৃণা করি। আমার মধ্যে এ বিষয়টা আছে এবং এমনটা ঘটাতেই সবসময় নিজেকে প্রস্তুত করি।
×