ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিআরের টাকা লোপাট ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৬:৩৩, ২২ আগস্ট ২০১৬

টিআরের টাকা লোপাট ১০ দিনের মধ্যে  তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ আগস্ট ॥ ১৫ আগস্ট দৈনিক জনকণ্ঠে দেলদুয়ারে “টিআরের টাকা লোপাট” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদে অনিয়মের প্রতিটি বিষয়ে তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব জয়দেব নন্দী স্বাক্ষরিত একটি কপি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। গত ১৭ আগস্ট ওই চিঠিতে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি বা অনিয়ম আমি নিজেও করি না এবং অন্য কেউ করলে তা বরদাশতও করি না, সে যেই হোক। এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর চিঠি আমি হাতে পেয়েছি। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে বলেছেন।
×