ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁধনহারা

প্রকাশিত: ০৬:০৩, ২২ আগস্ট ২০১৬

বাঁধনহারা

শিশুরা আমোদপ্রিয়। একটু সময়-সুযোগ পেলেই তারা খেলতে নেমে পড়ে। জীবনের দুঃখ-দুর্দশা অথবা কোন প্রয়োজনীয়তা- কোন কিছু নিয়েই ভাবনার অবকাশ নেই তাদের। ছবির এই শিশুরা একটি গাছের ডালে দোলনা বেঁধে তাতে দোল খাচ্ছে। এদের একজনের নাম রিনা, আরেকজনের নাম পাখি। ওরা সুবিধাবঞ্চিত। যে বয়সে লেখাপড়ায় সময় ব্যয় হওয়ার কথা ওদের সে বয়সে ওরা প্রতিদিনই এভাবে সময় অতিবাহিত করে চলে। রাজধানীর মহাখালী রেলগেট থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে রবিবার হোল্ডিং ট্যাক্সের ৩৫ কোটি টাকার চেক তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবালÑজনকণ্ঠ
×