ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি

প্রকাশিত: ০৫:৪৫, ২০ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি নগ্ন ভাস্কর্য দারুণ হাস্যরস সৃষ্টি করার পর নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ার থেকে সেটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ইনডিক্লাইন নামে শিল্পীদের একটি নৈরাজ্যবাদী গ্রুপ বুধবার রাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে ওইরকম পাঁচটি মূর্তি বসিয়ে দেয় যার নাম তারা দিয়েছে ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’। খবর ইয়াহু নিউজের। শিল্পীরা এই ট্রাম্প মূর্তিকে রাঙিয়েছেন কমলা রঙে। পূর্ণ দৈর্ঘের থলথলে নগ্নদেহে বেঢপ পেটের সঙ্গে দিয়েছেন খর্বাকৃতির আঙ্গুল। তবে পুরুষ দেহের জরুরী একটি অংশ সেখানে অনুপস্থিত। গার্ডিয়ান জানিয়েছে, নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারে ওই ট্রাম্পমূর্তি দেখতে রীতিমতো ভিড় লেগে যায় বৃহস্পতিবার। নানা বয়সী নারী পুরুষ সেই মূর্তি ঘিরে আমোদে মেতে ওঠেন। সেই সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। জ্যঁ মেরি প্যাট্রিক নামের এক তরুণীকে হাঁটু গেড়ে বসে সেই ট্রাম্পমূর্তির ছবি নিতে দেখা যায়। তার ভাষায় ভাস্কর্যটি ভয়ঙ্কর সুন্দর’। খুব খারাপ একটা সপ্তাহ গেছে আমার। পুরো সপ্তাহের মধ্যে এটাই সবচেয়ে ভাল ঘটনা। এ্যাথেলিয়া সোকিয়া নামের আরেকজনকে সেই নাঙ্গা মূর্তির সঙ্গে ছবি তুলতে তুলতে ট্রাম্পবিরোধী সেøাগান দিতে দেখা যায়। পরে নিউইয়র্ক পার্ক এ্যান্ড রিক্রিয়েশন বিভাগের লোকজন এসে বৃহস্পতিবার বিকেলে নামিয়ে নেয় ট্রাম্পমূর্তিটি। ওই বিভাগের মুখপাত্র মে ফার্গুসন বলেছেন, ভাস্কর্যটি বসানোর সময় অনুমতি নেয়া হয়নি সুতরাং সেটি অবৈধ। ইনডিক্লাইন শিল্পীরা একই রকম দেখতে আরও চারটি ভাস্কর্য বসিয়েছেন সানফ্রান্সিসকো, লস এ্যাঞ্জেলেস, ক্লিভল্যান্ড ও সিয়াটলে। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে তারা ব্যাখ্যা করেছেন, রিপাবলিকান প্রার্থীর কর্তৃত্ববাদী প্রবণতার কারণেই ওই মূর্তি তারা এভাবে গড়েছেন। অবশ্য এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্রের কোন বক্তব্য পাওয়া যায়নি বলে খবরে জানানো হয়েছে।
×