ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯ সালের ২৯ জানুয়ারির আগে নির্বাচন ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:৩৪, ১৯ আগস্ট ২০১৬

১৯ সালের ২৯ জানুয়ারির আগে নির্বাচন ॥ তোফায়েল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিন আগে যে কোন দিন নির্বাচন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত এ সরকারের মেয়াদ। ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের যে কোন দিন নির্বাচন হবে। তার একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না এবং সে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এর মধ্যে কোন ধরনের মধ্যবর্তী নির্বাচন হবে না। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন প্রমুখ। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর রক্তের মধ্যে কেউ যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য ২১ আগস্ট শেখ হাসিনাকে হাওয়া ভবন থেকে হত্যা করার চেষ্টা করা হলো। সে বিচার খুব দ্রুত করা হবে। প্রকৃত অপরাধীদের বিচার হবে।
×