ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জীবনকে পাল্টে দিতে রবি নিয়ে এলো ‘এইস’ প্যাকেজ

প্রকাশিত: ০৬:০৫, ১৯ আগস্ট ২০১৬

জীবনকে পাল্টে দিতে রবি নিয়ে এলো ‘এইস’ প্যাকেজ

সবাই জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে চান না। জীবনকে আরও রোমাঞ্চকর ও অর্থবহ করে তুলতে আমাদের মাঝে অনেকেই আছেন যারা প্রচলিত মূল্যবোধে আঘাত হানেন। আর এর পেছনে থাকে প্রচ- আত্মবিশ্বাস ও সমাজকে বদলে দেয়ার প্রত্যয়। বিশেষ এই জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয়ে নতুন প্যাকেজ ‘এইস’ নিয়ে এসেছে মোবাইল অপারেটর রবি। এর উদ্দেশ্য প্রি-পেইড ও পোস্ট-পেইড উভয় গ্রাহকদের জীবন নতুন করে সাজানো। ‘এইস’ সম্পর্কে রবি’র বিজনেস অপারেশনস’র ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘যেসব গ্রাহকের মোবাইলে কী পরিমাণ ডাটা বা মিনিট অবশিষ্ট আছে তা নিয়ে ভাবার সময় নেই, তাদের জীবন আরও সহজ করতে প্যাকেজটি সাজানো হয়েছে। এ প্যাকেজের আওতায় ১ হাজার ৪৯৮ টাকায় একজন পোস্ট পেইড গ্রাহক ২৪ জিবি ডাটা, ২ হাজার ৪০০ মিনিট লোকাল কল ও ১০০টি এসএমএস উপভোগ করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে ব্যবহার করা যাবে হোয়াটসএ্যাপ, ফেসবুক ও রবি ইয়ন্ডার মিউজিক এ্যাপ।’ -বিজ্ঞপ্তি জীবনের ঝুঁকি এসব শিশুর বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। কিন্তু জীবনের ঝ্ুঁকি নিয়ে এরা ঢাকার রাজপথে চলাচল করে। বাসের এক শ্রেণীর অসাধু হেলপার সামান্য পয়সার বিনিময়ে তাদের এভাবে ঝুঁকিপূর্ণ চলাচলের সুযোগ করে দেয়। কিন্তু এই অসতর্কতায় তাদের মূল্যবান জীবন প্রদীপ নিভে যেতে পারে যে কোন মুহূর্তে। কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। বৃহস্পতিবার ঢাকার বাড্ডা থেকে ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। অনুর এবাকাস সিএসই ক্লাসে প্রথম দেখা হয় রাফি ও অনুর। সেই থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে কিভাবে যেন সব কিছু পাল্টে গেল রাফির। অনুকে মনের অজান্তেই ভালবেসে ফেলে রাফি। কিন্তু হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায় অনু। রাফি বুঝে উঠতে পারে না অনু কোথায় হারিয়ে গেল। কাক্সিক্ষত ভালবাসাকে ফিরিয়ে পাওয়ার গল্প অনুর এবাকাস। আবু হায়াত মাহমুদ পরিচালিত নাটকটি প্রচারিত হবে আজ রাত ১১টায় এটিএন বাংলায়। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা।-বিজ্ঞপ্তি
×