ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ ছাত্র-শিক্ষকসহ আহত ৩১

প্রকাশিত: ০৪:২৫, ১৯ আগস্ট ২০১৬

পটিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ ছাত্র-শিক্ষকসহ আহত ৩১

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৮ আগস্ট ॥ ফুটবল খেলা নিয়ে চট্টগ্রামের পটিয়ায় সংঘর্ষে ছাত্র-শিক্ষকসহ ৩১ জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবুল কান্তি দাশ, সরোয়ার আলম, সেলিম ও দশম শ্রেণীর ছাত্র ফুটবল খেলোয়াড় ইমরান হোসেন, সাখাওয়াত হোসেন সৌরভ, বেলাল উদ্দিন, মোঃ ইমরান, তৌহিদুল ইসলাম, শাহ ইমরান, সপ্তম শ্রেণীর ছাত্র সৈকত, এনায়েত, আলমগীর, সরোয়ার জামান, শিহাব, আরমান, নেজাম, ইমন, এজে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ দিদার, মোঃ ইউছুপ, খোকন ও রুবেল। অপরদিকে, চক্রশালা উচ্চ বিদ্যালয় মাঠে মুজাফরাবাদ এনজে উচ্চ বিদ্যালয় বনাম এয়াকুবদন্ডী এইচপি উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় লালকার্ড দেখানোকে কেন্দ্র করে দুই স্কুলের সমর্থক, শিক্ষক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাপস দাশ, মিজানুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয় বলে এয়াকুবদন্ডী স্কুলের সভাপতি মর্তুজা কামাল মুন্সি বলেন। আহতদের মধ্যে কয়েকজনকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পশ্চিম পটিয়া এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরেই দুই মাঠের খেলা স্থগিত করা হয়েছে। জানা গেছে, প্রতি বছরের ন্যায় পটিয়া উপজেলায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ২৪টি স্কুল অংশগ্রহণ করে। দুটি ভেন্যুর মধ্যে পশ্চিম পটিয়া এজে চৌধুরী স্কুল মাঠ ও চক্রশালা স্কুল বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে কুসুমপুরা উচ্চ বিদ্যালয় বনাম মনসা স্কুল এ্যান্ড কলেজের মধ্যে খেলা চলছিল। রেফারি পক্ষপাতিত্ব করার অভিযোগে বিরতির আগেই দুই দলের খেলোয়াড়ের মধ্যে বাগ্বিত-া হয়। এক পর্যায়ে এজে চৌধুরী স্কুলের ক্রীড়া শিক্ষক বিধান নাথ কুসুমপুরা স্কুলের সমর্থকদের বিনা কারণে বেত্রাঘাত করলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজনা বিরাজ করায় দুই মাঠের খেলা স্থগিত করা হয়েছে।
×