ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় চাঁদাবাজি মামলায় এসআই বরখাস্ত ॥ চার আসামি রিমান্ডে

প্রকাশিত: ০৬:১৯, ১৮ আগস্ট ২০১৬

খুলনায় চাঁদাবাজি মামলায় এসআই বরখাস্ত ॥ চার আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নিরালা ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কৌশলে ফাঁদে ফেলে চাঁদাবাজি করার অভিযোগে দায়েরকৃত দুটি মামলায় এসআই সোহেল রানাসহ পাঁচজনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। এ মামলায় বুধবার চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়েছে। ১৪ আগস্ট মামলা করেন দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা রমজান আলী এবং অপর মামলাটি করেছেন রফিকুল ইসলাম। খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সোহেল রানার সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই সোহেল রানা অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) প্রিজন সেলে ভর্তি থাকায় তার রিমান্ডের আবেদন করা হয়নি। বাকি চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। এছাড়া মামলা দুটির তদন্তভার মঙ্গলবার রাতেই মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। সহকারী ভূমি কর্মকর্তা রমজান আলীর দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর নাফিউর রহমান জানান, বুধবার মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে শুনানি শেষে চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে স্বপ্না আক্তার ওরফে রুনা ও সীমার পাঁচ দিন, রাজু শেখের তিন দিন এবং বিকাশ এজেন্ট আব্দুল হামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলামের দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মমতাজুল হক বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে এসআই সোহেল রানা এবং রাজু শেখ তার তদন্তাধীন মামলার আসামি। তাদের ওই মামলায় শ্যোন এ্যারেস্ট দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে। টঙ্গীবাড়িতে সরকারী জমিতে বহুতল ভবণ নির্মাণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার কাইচাইল গ্রামে কোটি টাকার সরকারী ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ চলছে। স্থানীয় এক নেতার ছত্রছায়ায় ভূমিদস্যু আইয়ুব আলী শেখ ভবন তুলছেন। টঙ্গীবাড়ি সহকারী কমিশনার ভূমি অফিস থেকে ওই অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য আইয়ুব আলীকে নোটিস করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে থেমে নেই ওই ভবন নির্মাণ কাজ। অভিযোগ উঠেছে- ভূমি অফিসকে ম্যানেজ করেই চলছে এই ভবন নির্মাণ। গত কয়েক মাস ধরে এই নির্মাণ কাজ তহসিল অফিস নীরব। বহুতল ভবনটির ছাদ ঢালাই করে এখন ভবনের মধ্যে দেয়াল নির্মাণ ও ভবন প্লাস্টারের কাজ চলছে। কাইচচাইল মৌজার এস.এ-৪৯০ ও ৪৯৩নং দাগের ৮৩ শতাংশ সরকারী ‘ক’ তফসিলভুক্ত এই সম্পত্তি। ওই সম্পত্তিতে বন বিভাগের রোপণ করা পুরানো বৃক্ষ কেটে উজার করে এ নির্মাণ কাজ চালচ্ছেন আইয়ুব আলী।
×