ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ ৩০ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৬:১৯, ১৮ আগস্ট ২০১৬

মুন্সীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ ৩০ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে পরাজিত দলের হামলায় বিজয়ী দলের অন্তত ৩০ জন ছাত্র আহত হয়েছে। এ সময় হামলাকারীরা বিজয়ী স্কুলের ৫ জন শিক্ষককে লাঞ্ছিত করে। বুধবার দুপুরে শ্রীনগর স্টেডিয়াম ও এর আশপাশে কয়েক দফা হামলা ও সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার টুর্নামেন্টে শ্রীনগর পাইলট স্কুল এ্যান্ড কলেজ ও ভাগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ অংশ নেয়। উপজেলা সদরে অবস্থিত পাইলট উচ্চ বিদ্যালয় খেলায় ট্রাইব্রেকারে ৩-৪ গোলে পরাজিত হয়। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও টুর্নামেন্টের আহ্বায়ক আবুল হোসেনের উপস্থিতিতে ছাত্ররা বিজয়ী দলের ওপর হামলা চালায়। হামলাকারী ভাগ্যকূল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ তালুকদারকে অবরুদ্ধ করে রাখে। ভাগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, স্টেডিয়ামে হামলার এক পর্যায়ে ভাগ্যকূল উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র প্রাণ ভয়ে স্টেডিয়াম থেকে দৌড়ে পালাতে থাকে। পাইলট স্কুলের ছাত্ররা তাদের পিছু নিয়ে চকবাজার, এম রহমান শপিং কমপ্লেক্স ও কলেজ গেটে ব্যারিকেট দিয়ে স্কুল ড্রেস দেখে শনাক্ত করে ভাগ্যকূল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফয়সাল শেখ, রাজু, পরাগ ম-ল, রিয়াজ মোল্লা, ইমন, শাকিল, ইসহাক মিয়া, হৃদয়, জাকির, অহিদুল, জুয়েল, সাগর, অংবাইপ্রু মার্মা, আলামিন, বিপুল বর্মনসহ অন্তত ৩০ ছাত্রকে আটক করে মারধর করে। এ ব্যাপারে পাইলট উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন জানান, বহিরাগতরা হামলা করেছে। এর সঙ্গে তার স্কুলের কেউ জড়িত নয়।
×