ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ

প্রকাশিত: ০৪:০৭, ১৮ আগস্ট ২০১৬

পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ

প্রকৌশলী খালেদ মাহমুদ বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৪তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান প্রকৌশলী শামসুল হাসান মিয়ার স্থলাভিষিক্ত হলেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি পিডিবির সদস্য উৎপাদন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খালেদ মাহমুদ ১৯৮১ সালের ১১ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুত উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিদফতরে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী নক্সা ও পরিদর্শন পরিদফতর-১, উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) কার্যক্রম পরিদফতর, উপ-পরিচালক নক্সা ও পরিদর্শন পরিদফতর-১, সহকারী প্রধান প্রকৌশলী হিসেবে প্রধান প্রকৌশলী উৎপাদন এর দফতর, পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) নক্সা ও পরিদর্শন পরিদফতর-১ এবং প্রধান প্রকৌশলী উৎপাদন হিসেবে পিডিবিতে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি তাতিয়ামা কবির এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সম্প্রতি অনুষ্ঠিত এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় তাতিয়ামা কবিরকে ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তিনি ব্যাংকের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। ৃতাতিয়ামা কবির জাপানের টয়োমা বিশ্ববিদ্যালয় থেকে জাপানী ভাষার ওপর মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি জাপানে তার ব্যবসায়ী ক্যারিয়ার শুরু করেন এবং নিজেকে একজন সফল অটোমোবাইল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। -বিজ্ঞপ্তি
×