ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লোপেজের হ্যাটট্রিক

দুয়োধ্বনির মধ্যেও সেরা রাশিয়ান বক্সার টিসচেঙ্কো

প্রকাশিত: ০৬:৪৭, ১৭ আগস্ট ২০১৬

দুয়োধ্বনির মধ্যেও সেরা রাশিয়ান বক্সার টিসচেঙ্কো

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে রেকর্ড ভাঙ্গাগড়ার দলে শামিল হয়েছেন কিউবার কুস্তিগীর মিজাইন লোপেজও। ৩৩ বছর বয়সী এই কুস্তিগীর পুরুষ রেসলিংয়ের ১৩০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন। এর ফলে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জেতা রাশিয়ার কিংবদন্তি কুস্তিগীর আলেক্সান্ডার কারেলিনের পাশে নাম লিখিয়েছেন লোপেজ। তুরস্কের বিশ্বচ্যাম্পিয়ন রিজা কায়ালপকে ৬-০ ব্যবধানে হারিয়ে অলিম্পিকে নিজের তৃতীয় স্বর্ণ নিশ্চিত করেন লোপেজ। ২০০৮ বেজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে ১২০ কেজিতে ওজনশ্রেণীতে স্বর্ণপদক জিতেছিলেন লোপেজ। এদিকে পুরুষ বক্সিংয়ের ৯১ কেজি ওজনশ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন রাশিয়ার ইভজেনি টিসচেঙ্কো। তবে রিংয়ের লড়াই থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত দুয়ো শুনতে হয়েছে রাশিয়ার এই বক্সারকে। এই ইভেন্টে রৌপ্যপদক জয় করেন কাজাখস্থানের ভাসিলি ল্যাভিট। আরামবাগকে রুখে দিল রহমতগঞ্জ স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি ড্র হলো ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে। মঙ্গলবার ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে ফেডারেশন কাপের রানার্সআপধারী আরামবাগ ক্রীড়া সংঘকে ২-২ গোলে ড্র করে রুখে দিয়েছে চলমান লীগের সাড়া জাগানো দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল আরামবাগ। গোল করেন রহমতগঞ্জে সিও জুনাপিও এবং মেহেবুব হাসান নয়ন। আরামবাগের গোলদাতা সাজিদুর রহমান এবং কাজী শরিফুল ইসলাম সজীব। শেষ নাটকের অপেক্ষায় কলম্বো টেস্ট স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে আজ শেষ দিনে জমে উঠতে পারে কলম্বো টেস্ট। চতুর্থ দিন শেষে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১২ রান। ইতোমধ্যে ২৮৮ রানের লিড স্বাগতিকদের। ৪৪ রান নিয়ে ব্যাট করছেন ধনঞ্জয় ডি সিলভা, খাতা খোলার অপেক্ষায় তার সঙ্গী সুরাঙ্গা লাকমল (০)। এ জুটি আজ সকালে আর কিছুক্ষণ খেলতে পারলে লিডটা ৩শ’ ছাড়িয়ে যাবে নিশ্চয়ই, সেক্ষেত্রে আক্ষরিকই নাটকটা জমে উঠবে। কারণ পঞ্চম দিনে লঙ্কান স্পিনারদের সামলে ওই রান করে জিততে চাইলে উল্টো হেরে বসতে পারে অস্ট্রেলিয়া! আবার এরই মধ্যে খোয়ানো এই সিরিজে (০-২) ‘হোয়াইটওয়াশ’ ঠেকানোর পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে স্টিভেন স্মিথদের সামনে জয়ের বিকল্প পথ খোলা নেই! প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৫৫ ও অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৭৯ রানে। ২২/১- নিয়ে শুরু করে এদিন ৭ উইকেট হারিয়ে আরও ২৯০ রান যোগ করে লঙ্কানরা। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন কুশল সিলভা (১১৬)। ষষ্ঠ উইকেট জুটিতে দীনেশ চান্দিমালকে নিয়ে করেছেন ৯০ রান, এই জুটিতে প্রথম ইনিংসে স্বাগতিকরা পেয়েছিল ২১১ রান- অস্ট্রেলিয়ার বিপক্ষে যা নতুন রেকর্ড।
×