ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ২ লাখ ৬৮ হাজার শেয়ার লেনদেন

প্রকাশিত: ০৪:২৯, ১৭ আগস্ট ২০১৬

ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ২ লাখ ৬৮ হাজার শেয়ার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ২ লাখ ৬৮ হাজার ২২৯টি শেয়ার লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে মোট ৩ কোম্পানি ও ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৬ লাখ ৯৯ হাজার ৮৪৪টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ১২ কোটি ৯৪ লাখ টাকা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ লাখ ৮১ হাজার ৫০০ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যার আর্থিক মূল্য ৬ কোটি ৩ লাখ টাকা। স্কয়ার ফার্মা ১ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে, যার আর্থিক মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা। মার্জিন ঋণধারীদের তালিকা চাইল সাবমেরিন কেবল অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি মার্জিন ঋণধারীর সংখ্যা, ই-টিআইএন, টেলিফোন, ফ্যাক্স নম্বর এবং ই-মেইল এ্যাড্রেস পাঠাতে বলেছে। এছাড়া ব্রোকার হাউসগুলোকে বেনিফিশায়ারি নাম (ডিপি), ব্যাংকের নাম, ব্যাংক হিসাব নম্বর এবং রাউটিং নম্বর আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ারহোল্ডারদের ১২ ডিজিটের ই-টিআইএন নম্বর হালনাগাদ করতে বলেছে। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ডিপির মাধ্যমে -টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে। উৎপাদন বন্ধ বিচ হ্যাচারির দর বাড়ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের উৎপাদন দীর্ঘদিন বন্ধ। তা সত্ত্বেও কোম্পানিটির শেয়ারদর বেড়েই চলেছে। উৎপাদন বন্ধ থাকার বিষয়টি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি। তাতেও টনক নড়ছে না বিনিয়োগকারীদের। ডিএসই সূত্রমতে, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। ২৫ এপ্রিল ডিএসইতে কোম্পানির উৎপাদন বন্ধ থাকার বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। তখন থেকে বন্ধ আছে কোম্পারি উৎপাদন। কবে নাগাদ উৎপাদনে আসতে পারে সে বিষয়টিও পরিষ্কার নয়। সূত্রমতে, সর্বশেষ দুই কার্যদিবসে ডিএসইতে বিক্রেতাশূন্য অবস্থায় শেয়ারটির দর ১৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।
×