ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দৃঢ় অঙ্গীকার

প্রকাশিত: ০৪:২৫, ১৭ আগস্ট ২০১৬

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দৃঢ় অঙ্গীকার

নিউইয়র্ক ॥ জাতির এ চরম শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে নিউইয়র্কে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়। এর প্রধান কর্মসূচী অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। সম্মিলিত জাতীয় শোক দিবস উদযাপন কমিটির এ কর্মসূচীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসের মুক্তিযোদ্ধারা স্যালুট দেন। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, একাত্তরের প্রজন্ম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, কমিটি ফর সেক্যুলার এ্যান্ড ডেমোক্র্যাটিক বাংলাদেশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদসহ বেশকিছু সংগঠনের নেতাকর্মীরা। অস্ট্রিয়া ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্টাইনব্রাট বিছেল হোটেলে ১৫ আগস্ট সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং পরিচালনা করেন সহ-সভাপতি এমরান হোসেন। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে এক শোক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, উপস্থাপনা করেন কাউন্সিলর শাবাব বিন আহমেদ। ভারত ॥ ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর সঞ্চালনায় এক আলোচনায় বক্তব্য রাখেন- ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক সদস্য এইচ কে দুয়া, ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শক পর্ষদের সাবেক সদস্য মুচকুন্দ দুবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তা ওঙ্কার সিং গোরায়া প্রমুখ। -খবর এনআরবি নিউজ, বাসস ও প্রেস বিজ্ঞপ্তির নেপালে বাস খাদে, ৩৩ জনের মৃত্যু নেপালে গ্রামবাসীদের বহনকারী একটি বাস পাহাড়ী রাস্তা থেকে খাদে পড়ে গিয়ে ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। খবর ইয়াহু নিউজের। রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পূর্বে খারে খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি সড়ক থেকে গড়িয়ে ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। পাহাড়ী পথে বাসটি কার্তিক দেউরালি গ্রামের দিকে যাচ্ছিল। গত বছরের ভয়াবহ ভূমিকম্পে নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে এ গ্রামটি অন্যতম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সরকারের দেয়া প্রথম ক্ষতিপূরণের অর্থ নিয়ে গ্রামে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী। অনবরত বৃষ্টির কারণে গ্রামমুখী ওই সরু সড়কটি পিচ্ছিল হয়েছিল। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা চিরঞ্জীবী নেপাল জানিয়েছেন, ৩৩ জন নিহত হয়েছেন। কিন্তু হতাহত যাত্রীদের স্বজনরা জানিয়েছেন, আরও অনেকে নিহত হয়েছেন। কারণ সড়কটির নিচের ঢালে বাসটির ভেঙ্গে যাওয়া অংশগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে আর সেখানকার বেশকিছু জায়গায় কারও পক্ষে যাওয়া সম্ভব নয়। কাঠমান্ডুর এক হাসপাতালে শয্যাশায়ী আহত কপিলা গৌতম বলেন, উপরের দিকে ওঠার সময় বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক ইঞ্জিন চালু করার চেষ্টা করলেও সেটি চালু না হয়ে পেছনের দিকে গড়িয়ে গিয়ে রাস্তা থেকে পড়ে যায়। তিনি জানান, বাসটিতে প্রায় ৮৫ জন যাত্রী ছিলেন, যাদের অনেকে ছাদে ছিলেন। এছাড়া বাসটিতে চাল, ডাল, আটা ও অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল যা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। বসার কোন জায়গা না থাকায় কপিলা একটি চালের বস্তার ওপর বসেছিলেন।
×