ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাকি আখন্দের পাশে প্রটিউন মিউজিক

প্রকাশিত: ০৬:৪৯, ১৪ আগস্ট ২০১৬

লাকি আখন্দের পাশে প্রটিউন মিউজিক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় সুরকার, সঙ্গীত শিল্পী ও যন্ত্রশিল্পী স্বাধীন বাংলা বেতারের একনিষ্ঠ সৈনিক লাকি আখন্দ। বরেণ্য এই ব্যক্তির সুর ও সঙ্গীতে এ কে এম আতিকুর রহমানের কথায় কণ্ঠশিল্পী রুবেল রহমান গেয়েছেন ‘ভালবাসার অঙ্গন’ শিরোনামের গান। সম্প্রতি মগবাজারের একটি প্র্যাকটিস প্যাডে ও স্টুডিওতে ‘ভালবাসার অঙ্গন’ সিঙ্গেলসের ওয়েব রিলিজ হয়েছে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রফিকুল আলম, সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ, প্রোটিউন মিউজিকের সিইও প্রসেনজিৎ ওঝা, কণ্ঠশিল্পী রুবেল রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় ‘ভালবাসার অঙ্গন’ গানটি মূলত সব ধরনের ডিজিটাল সুবিধাসহ অনলাইনভিত্তিক অডিও- ভিডিও প্রযোজনা, প্রকাশনা ও প্রচার প্রতিষ্ঠান প্রটিউন মিউজিকের ব্যানারে মুক্তি দেয়া হয়েছে। প্রটিউন মিউজিকের সিইও ও গীতিকার প্রসেনজিৎ ওঝা এবং কণ্ঠশিল্পী রুবেল রহমান এই গানের সব আয় বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি শিল্পী লাকি আখন্দের হাতে সম্মানস্বরূপ তুলে দেবেন বলে জানিয়েছেন। দেশ বিদেশে অনেক ভক্ত শ্রোতা আছেন যারা জানেন না কিভাবে ক্যান্সারে আক্রান্ত এই গুণী শিল্পীর পাশে দাঁড়াবেন। তাই এই ধরনের উদ্যোগের মাধ্যমে এগিয়ে এসেছেন কণ্ঠশিল্পী রুবেল রহমানসহ প্রটিউন মিউজিক। সাহায্যে আগ্রহী ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে রুবেল রহমান বলেন, আপনারা এই গানটি প্রটিউন মিউজিকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে লাকি আকন্দকে সম্মানস্বরূপ সহযোগিতা করতে পারবেন। তিনি আরও জানান, সদ্য রিলিজ হওয়া এই গানটি মিউজিক দেশের ভিতর থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে এবং দেশের বাইরে থেকে ১ ডলারে ডাউনলোড করা যাবে। ডডড.চজঙঞটঘঊইউ.ঈঙগ ছাড়া এই গানটি মঢ়সঁংরপ.পড়স থেকে ডাউনলোড করে শোনা যাবে। এছাড়া ইউটিউব থেকেও গানটি শোনা যাবে।
×