ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ আগস্ট ২০১৬

টুকরো খবর

কেরানীগঞ্জে শ্রমিক লীগ নেতা লাঞ্ছিত ॥ কার্যালয় ভাংচুর নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ আগস্ট ॥ শুভাঢ্যা ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক এমদান হোসেন দাদনকে লাঞ্ছিত করেছে সংগঠনের থানা কমিটির সদস্যরা। এ সময় দাদনের ব্যক্তিগত কার্যালয়ও ভাংচুর করা হয়। শুক্রবার সকালে ইকুরিয়া বিআরটিএ’র সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক কাদিরসহ ৫০-৬০ জন লাঠিসোটা নিয়ে এমদান হোসেন দাদনের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয় ভাংচুর ও দাদনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এমদান হোসেন দাদন জানান, তাকে অবৈধভাবে সংগঠন থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এখনও তিনি শুভাঢ্যা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক। থানা কমিটি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় তার ওপর হামলা এবং কার্যালয় ভাংচুর করা হয়েছে। ভালুকায় বোমার হুমকি ॥ নারীসহ আটক চার নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১২ আগস্ট ॥ উপজেলা পরিষদ কার্যালয় ও নির্বাহী অফিসারের বাসভবনটি আগামী সোমবারের মধ্যে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সরকারী মোবাইল ফোনে মঙ্গলবার তার বাসভবন ও উপজেলা পরিষদ কার্যালয় সোমবারের মধ্যে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হুমকিদাতা এক মহিলাসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মফিজ উদ্দিন, গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সৈকত ম-ল, গাড়িচালক খারুয়ালী গ্রামের সুজন মিয়া ও মেদিলা গ্রামের ফজল মিয়ার মেয়ে ও গফরগাঁও উপজেলার জয়দরখালী গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী এক সন্তানের জননী ফারহানা আক্তার রনি। ইউপি সদস্য উদ্ধারের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার আদালত এলাকা থেকে অপহৃত রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আবুল কাসেম কালাকে তিনদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার দুপুরে একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পথে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় খুলনা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগপত্রটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। এদিকে ইউপি সদস্য আবুল কাসেম কালাকে উদ্ধারের দাবিতে শুক্রবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং এলাকাবাসীর পক্ষ থেকে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কাসেম কালার স্ত্রী রূপালী বেগম বলেন, গত বুধবার সকাল ১০টার সময় তার স্বামী আবুল কাসেম কালা এবং তার দেবর খুলনার ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা হাজিরা শেষে আদালত থেকে বের হয়। বাল্যবিয়ে বন্ধ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামের তরিক উল্লার মেয়ে সুলতানা বেগমের (১৪) সঙ্গে একই গ্রামের শরিফ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী ওসমান গণির (১৮) বিয়ের অনুষ্ঠান ছিল। সুলতানা বেগম স্থানীয় শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্র্রেণীর ছাত্রী। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন শুক্রবার সকালেই বিয়ের সকল আয়োজন ভেঙ্গে দেয়। শুক্রবার দুপুরে বর ও কনের পক্ষের লোকজন থানায় এসে বাল্যবিবাহ বন্ধ করেছেন বলে অঙ্গীকার নামা দিয়েছেন। শুক্রবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামে আটক ১৪৯ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে এসব উদ্ধার হয়। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সিএমপি সূত্রে জানানো হয়, অভিযানে ৭ হাজার ৫২২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৫শ’ লিটার মদ ও সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয় ২৫৯টি শাড়ি, ১০২ সেট থ্রিপিস ও বিভিন্ন ধরনের ৬ কার্টন গার্মেন্টস পণ্য। গ্রেফতার ১৪৯ জনের মধ্যে ৫ জন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে। মাদক দ্রব্যসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন আজ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন হচ্ছে আজ শনিবার। সিলেট বিভাগে এটিই হতে যাচ্ছে বঙ্গবন্ধুর প্রথম কোন ম্যুরাল। শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ম্যুরালটির উদ্বোধনের আয়োজন করা হয়েছে। ম্যুরালটির নকশা করেছেন স্থাপত্য শিল্পী শেখ নাঈম উদ্দিন টিপু। ম্যুরালটি স্থাপিত হচ্ছে প্রশাসনিক ভবনের মধ্যবর্তী স্থানে। মাল্টিকালারে বিভিন্ন ধরনের সিরামিক টাইলস ব্যবহারের মাধ্যমে প্রতিকৃতিটি ফুটিয়ে তোলা হয়েছে। এর মূল চত্বরের দৈর্ঘ্য হচ্ছে ৪৭ ফুট এবং প্রস্থ ২৫ ফুট। ম্যুরালের দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ১০ ফুট। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়া বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এতে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ জুয়াড়ির দ- স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ জুয়া খেলার অপরাধে শুক্রবার বিকেলে ঈশ্বরদীতে ২১ জুয়াড়িকে ৭ দিন ও ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কারাদ- প্রদান করেন। এর মধ্যে আড়মবাড়িয়ার সায়েম, বাঘইলের আমির মোল্লা, ফতেমহম্মদপুরের খোরশেদ আলম, রহিমপুরের ডাবলু, পিয়ারপুরের সুমন, মাহাতাব কলোনির কুদ্দুস, শেরশাহ রোডের জাহাঙ্গীর, শেখ মানিক ও হাফিজুর রহমানকে ১৫ দিন এবং কামালপুরের আবুল হাতেম, উমারগাড়ি শাকরিগাড়ির ফজলু, বড়াইগ্রামের আরিফ, নুরমহল্লার রবিউল ইসলাম, বকুলের মোড়ের রানা, পূর্বটেংরীর খোরশেদ আলম ও জনি, নাটোর জেলার মাঝগ্রামের মোতালেব মোল্লা, মশুড়িয়াপাড়ার এনামুল, মাজদিয়ার আনিস শেখ, সাহাবুল প্রামাণিক, আব্দুর রশিদ আবেদকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। দাবি আদায় না হলে রংপুরে পরিবহন ধর্মঘট সংবাদদাতা, রংপুর, ১২ আগস্ট ॥ গেজেট মোতাবেক মোটর শ্রমিকদের বেতন ও নিয়োগপত্র আগামী ২৪ আগস্টের মধ্যে প্রদান করা না হলে ২৫ আগস্ট থেকে রংপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেজেট অনুয়ায়ী মালিকরা বেতন ও নিয়োগপত্র না দেয়ায় শুক্রবার এ কর্মসূচী ঘোষণা করেছে মোটরশ্রমিক ইউনিয়ন। একই দাবিতে বৃহস্পতিবার রংপুরের পুলিশ সুপারের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার দাবি স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার শহরের শেরেবাংলা পার্কের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট, জেলা আওয়ামী লীগের নেতা এ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক মারুফ রায়হান বক্তব্য রাখেন। ছাত্রলীগ নেতা হত্যা ॥ ১১ আসামি কারাগারে স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার কোলা ছাত্রলীগ সভাপতি আসিফ হাসান হত্যা মামলার ১১ আসামি অবশেষে কারাগারে। এরা হলেনÑ রফিকুল ইসলাম তারন, ইয়ামিন শেখ, নুরুল ইসলাম, মোকলেস, শফিকুল ইসলাম তরুণ, খোরশেদ, শরিফ মাঝি, নাহিদ হাসান মাসুদ, কামাল মোল্লা, আঃ আলিম শেখ ও সঞ্জয় পাল। মুন্সীগঞ্জ ২নং আমলী আদালতের বিচারক মুক্তা রানী ম-ল জামিনের আদেন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন। নির্মম নির্যাতনের পর গ্রেফতার হয়ে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে গত ১৭ এপ্রিল আসিফ কারাগারে মৃত্যুবরণ করেন। কলেজ হোস্টেল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১২ আগস্ট ॥ সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের বাথরুম থেকে প্রথম বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বাথরুমের দরজা খুলে পুলিশ ভেন্টিলেটারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর নাম ইতি রানী বৈষ্ণব (১৬)। সে দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের প্রতাপ চন্দ্র বৈষ্ণবের মেয়ে। ইতির সহপাঠী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তন্নি, জান্নাত, নাঈমা ও তাহমিদা জানায়, ইতি কম কথা বলত, গত বুধবার বাড়ি থেকে হোস্টেলে এসে বৃহস্পতিবার আবার বাড়ি ফেরার জন্য কান্নাকাটি শুরু করে, পরে তার বাবা ও ভাই এসে বুঝিয়ে হোস্টেলে রেখে যান। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ইতি হোস্টেল কক্ষেই ছিল। এরপর আর দেখা যায়নি।
×