ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটিতে পূর্ণাঙ্গ শিশু হৃদরোগ ইউনিট

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটিতে পূর্ণাঙ্গ শিশু হৃদরোগ ইউনিট

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিশু হৃদরোগ ইউনিট কাজ করছে। বর্তমানে পাঁচ শয্যাবিশিষ্ট আইসিইউ এবং দশ শয্যাবিশিষ্ট একটি ওয়ার্ড চালু আছে। শিশু হৃদরোগীদের জন্য আলাদা একটি ক্যাথল্যাব স্থাপন করা হয়েছে। শিশু হৃদরোগীদের ফিওটাল ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, ট্রান্সোইসোফ্যাগিল ইকোকার্ডিওগ্রাফি এবং কর্ডিয়াক ক্যাথেটারিজেশন নিয়মিত করা হচ্ছে। তাছাড়া নবজাতকের জন্য অতি জরুরী বেলুন আর্টিয়াল সেপ্টাসটমি, ব্লেইড আর্টিয়াল সেপ্টাসটমি, পিটিএমসি (বেলুনের সাহায্যে মাইটরাল স্টিনোসিস রোগীর মাইটরাল ভাল্বের ছিদ্র বড় করা), পালমোনারি ভালভুলুপ্লাস্টি, আইওরটিক ভালভুলুপ্লাস্টি, সিওএ বেলুন এনজিওপ্লাস্টি এবং অপারেশন ছাড়া এএসডি, ভিএসডি এবং পিডিএ ডিভাইসের মাধ্যমে নিয়মিত বন্ধ করা হচ্ছে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবং অপারেশন ছাড়া ইন্টারভেনশনের মাধ্যমে জন্মগত শিশু হৃদরোগের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ভারতের বিখ্যাত প্যাডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ অমিতাভ চট্টোপাধ্যায় আগামী ২৭ ও ২৮ আগস্ট ২০১৬ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন এবং বিনা অপারেশনে জন্মগত হৃদরোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ইন্টারভেনশনস করার ব্যাপারে সক্রিয় সহযোগিতা প্রদান করবেন। অতএব জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু হৃদরোগীদের বিনা-অপারেশনে চিকিৎসার জন্য শিশু-হৃদরোগী/অভিভাবক/সংশ্লিষ্ট চিকিৎসকগণকে নিম্নবর্ণিত ঠিকানা/ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বরÑ রুম নং-৪০৩, ব্লক ডি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা-১০০০। টেলিফোন ঃ ৯৬১২৬৫৩ (অফিস), মোবাইল ঃ ০১৭৫৭১০৯৫৫১, ০১৯৪৮২৮৭৬২৪, ০১৯৩৩২৪৪৭৪৪, ০১৭১১৮৯০২৭৫। -বিজ্ঞপ্তি কুষ্টিয়ায় ‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ বুধবার কুষ্টিয়ায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম সুইমিং পুলে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত হয়েছে। বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে ৪৫০ ছেলে ও ৫২ সাঁতারুসহ মোট ৫০২ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। বিচারকরা সেখান থেকে ৪২ ছেলে এবং ১৪ মেয়েকে পরবর্তী রাউন্ডে ঢাকায় অংশ নেয়ার জন্য নির্বাচিত্ করেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া ৫৬ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র আনোয়ার আলী ও পুলিশ সুপার প্রলয়চিসিং। এছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লেঃ কমান্ডার নাঈমুল হক, লেঃ কমান্ডার নাহিদ হাসান। উল্লেখ্য, নদীমাতৃক বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে গত ১৯ মে হতে এ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। Ñবিজ্ঞপ্তি নর্দান ভার্সিটিতে ওরিয়েন্টেশন বুধবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় টাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঐ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ ডব্লিউ এম আব্দুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার আনোয়ার হোসাইন, ইংরেজী অনুষদের উপদেষ্টা প্রফেসর ড. সদরউদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী। পরে সহশিক্ষা কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি ইউপি সদস্যসহ গ্রেফতার তিন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাদকসহ তিনজন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরুণীবাড়ি গ্রামের পুকুরপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করে নীলফামারী ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তরুণীবাড়ি গ্রামের রেলগেট এলাকার নূর আলী (২৭), একই গ্রামের হিন্দুপাড়ার রমেশ চন্দ্র রায় (৫৫) ও জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাটুরিয়া গ্রামের মজিবুল ইসলাম (৩৫)।
×