ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হানিফ মোহাম্মদ আর নেই

প্রকাশিত: ০৫:৫৪, ১২ আগস্ট ২০১৬

হানিফ মোহাম্মদ আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটের প্রথম ‘লিটল মাস্টার’ বলা হয় তাকে। উইলোবাজ হিসেবে ছিলেন নিজ সময়ের অন্যতম সেরা। যাকে আউট করা ছিল সব বোলারদের কাছে দুঃস্বপ্নের মতো, সেই পাকিস্তানী ক্রিকেটের কিংবদন্তি হানিফ মোহাম্মদ আউট হয়ে গেলেন ক্যান্সার নামের মরণব্যাধি বোলারের বলে। বৃহস্পতিবার সন্ধ্যায় করাচীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (্ইন্নালিল্লাহি ... রাজিউন)। খেলোয়াড়ি জীবনে যিনি খেলেছেন ৪৯৯ (প্রথম শ্রেণীর ক্রিকেটে এক সময়ের ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড) এবং ৩৩৭ (৯৭০ মিনিটের দীর্ঘতম ব্যক্তিগত টেস্ট ইনিংস, আজও সেই বিশ্বরেকর্ড অক্ষুণœ) রানের মতো ঐতিহাসিক মহাকাব্যিক ইনিংস, সেই হানিফ তার জীবনের ইনিংসে হাঁকাতে পারলেন না সেঞ্চুরি। থেমে গেলেন ৮১ বছর বয়সেই। বছর তিনেক আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে হানিফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। এর আগে লন্ডনে গিয়েও অনেকদিন চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার মারা যাওয়ার আগেই একবার ‘মারা’ গিয়েছিলেন হানিফ! ৬ মিনিট ধরে তার হৃৎ?স্পন্দন পাওয়া যাচ্ছিল না। চিকিৎসকরা ধরেই নেন মারা গেছেন তিনি। এ রকম ঘোষণাও দিয়ে বসেন তারা। ফলে বিভিন্ন সংবাদমাধ্যমে হানিফের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎই অলৌকিকভাবে আবারও হার্টবিট সচল হয়ে ওঠে হানিফের। হভভম্ব চিকিৎসকরা আবারও লাইফ সাপোর্টে রাখার ব্যবস্থা করেন তাকে। হানিফ-পরিবারের সদস্যরা আবারও আশায় বুক বাঁধেন। কিন্তু সুসময় যে বেশিক্ষণ স্থায়ী হয় না! হানিফের বেলাতেও হয়নি। কার্ডিও মনিটরে তার জীবন-রেখাটি বক্র অবস্থা থেকে সরলরেখায় পরিণত হয়ে যায় কিছু সময় পরেই। এবার আর কোন অলৌকিকতা নয়, কোন লাইফ লাইন বা বেনিফিট অব ডাউট নয়Ñ ঘোষণা করা হলো, হানিফ মোহাম্মদ আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। ১৯৩৪ সালের ২১ ডিসেম্বর ভারতের জুনাগড় প্রদেশে জন্মগ্রহণ করেন হানিফ। পরে ১৯৪৭ সালে দেশবিভাগের সময় পাকিস্তানে চলে আসে তার পরিবার। ৫ ফুট ৬ ইঞ্চির অধিকারী ও ডানহাতি ব্যাটসম্যান হানিফের টেস্ট অভিষেক ১৯৫২ সালে দিল্লীতে, জন্মভূমি ভারতেরই বিপক্ষে। ১৯৬৯ সালে করাচীতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন শেষ টেস্ট। মোট ৫৫ টেস্টে ৪৩.৯৮ গড়ে করেছেন ৩৯১৫ রান। ১৫ অর্ধশতকের পাশাপাশি করেছেন ১২ শতক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫২.৩২ গড়ে ১৭০৫৯ রান। হাঁকিয়েছেন ৫৫ শতক ও ৬৬ অর্ধশতক। ফিল্ডার হিসেবে টেস্ট ও প্রথম শ্রেণীতে লুফেছেন যথাক্রমে ৪০ ও ১৭৮ ক্যাচ। ছিলেন দক্ষ পার্ট টাইম বোলারও। ডান হাতে অফ ব্রেকে টেস্ট ও প্রথম শ্রেণীতে শিকার করেছেন যথাক্রমে ১ ও ৫৩ উইকেট। ক্রিকেটে সবচেয়ে বিখ্যাত মোহাম্মদ পরিবারের সবচেয়ে বিখ্যাতজন হানিফ। তার পরিবার থেকেই টেস্ট খেলেছেন পাঁচ জন।
×