ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চারবারের চেষ্টায় স্বর্ণ জয় ও অবসর!

প্রকাশিত: ০৬:৩০, ১০ আগস্ট ২০১৬

চারবারের চেষ্টায় স্বর্ণ  জয় ও অবসর!

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে, ‘পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখ শতবার।’ তবে শতবার নয়, চারবারের চেষ্টাতেই পারলেন অস্কার ফিগুয়েরোয়া (পুরো নাম অস্কার আলবেইরো ফিগুয়েরোয়া মসকুয়েরা)। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে হয়েছিলেন পঞ্চম (৫৬ কেজি শ্রেণীতে), ২০০৮ বেজিং অলিম্পিকে পেইনকিলার ইনজেকশন নিয়েও সাফল্য পাননি, ২০১২ লন্ডন অলিম্পিকে অল্পের জন্য পারেননি, হন দ্বিতীয়। তবে ২০১৬ রিও অলিম্পিকে ঠিকই পারলেন। জিতলেন স্বর্ণপদক। সেটা পুরুষদের ভারোত্তোলনে ৬২ কেজি ওজন শ্রেণীতে। সাফল্য যখন ধরা দিয়েছে তৃষ্ণার্ত হাতের মুঠোয়, তখন আর খেলা চালিয়ে যাওয়া কেনÑ এ ভেবেই হয় তো কলম্বিয়ান এই ভারোত্তোলক স্বর্ণপদক জিতেই ইতি টেনে দিলেন নিজের ক্যারিয়ারের! অস্কারের অবসর নেয়ার ধরনটাও ছিল চমকপ্রদ। স্বর্ণপদক জেতা নিশ্চিত হতেই করলেন কিÑ নিজের জুতা জোড়া খুলে মঞ্চে রেখে এলেন। বিদায়-প্রতীকের নিদর্শন! মোট ৩১৮ কেজি (১৪২ কেজি স্ন্যাচ এবং ১৭৬ কেজি ক্লিন এ্যান্ড জার্ক) ওজন তুলে কাক্সিক্ষত সোনার পদক করায়ত্ত করেন ৩৩ বছর বয়সী অস্কার। ৩১২ কেজি তুলে ইন্দোনেশিয়ার ইকো ইউলি ইরাওয়ান রৌপ্য এবং ৩০৫ কেজি তুলে কাজাখস্তানের ফারখাদ খারকি লাভ করেন তাম্রপদক। ইরাওয়ান গত ২০১২ লন্ডন অলিম্পিকে তাম্রপদক জিতেছিলেন। সেবার ৩২৭ কেজি তুলে স্বর্ণ জিতেছিলেন উত্তর কোরিয়ার কিম ইন গুক। ৩১৭ কেজি তুলে অস্কার জিতেছিলেন রৌপ্যপদক। তবে সেবার স্বর্ণ জিততে না পারলেও অস্কার ক্লিন এ্যান্ড জার্কে ১৭৭ কেজি তুলে গড়েছিলেন অলিম্পিক রেকর্ড। ৫ ফুট ৫ ইঞ্চির অধিকারী অস্কারের ক্যারিয়ারে এটিই হচ্ছে প্রথম স্বর্ণপদক। আন্তর্জাতিক ক্যারিয়ারে অলিম্পিকসহ মোট পদক জিতেছেন ৬টি। যার মধ্যে রয়েছে ২ স্বর্ণ, ৩ রৌপ্য এবং ১ তাম্রপদক। অপর স্বর্ণটি তিনি লাভ করেন ২০০৮ সালে, প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে। চতুর্থবারের চেষ্টাতে অলিম্পিকে স্বর্ণপদক জিতে অস্কার এটাই প্রমাণ করলেনÑ মানুষের অসাধ্য বলে কিছু নেই। আর অসাধ্য সাধন করে তিনি এমন এক সময়ে অবসর নিলেন, যখন ক্যারিয়ারের সেরা ফর্মে তিনি। এজন্যই তার অবসরে হাহাকার পড়ে গেছে নিজ দেশ কলম্বিয়ায়। তাকে অবসর ভেঙ্গে ফিরে আসারও অনুরোধ জানাচ্ছেন অনেকে। কিন্তু নিজের নেয়া সিদ্ধান্তেই এখনও অটল আছেন অস্কার। বলেছেন, সেরা ফর্মে থাকতেই অবসর নিয়ে ফেলা ভাল। আর এই কাজটাই করেছেন তিনি। তবে অস্কার অবসর ভেঙ্গে ফিরে আসুন আর না আসুন, চারবারের চেষ্টাতে অলিম্পিকে নিজের প্রথম স্বর্ণ জয়ের প্রচেষ্টার কীর্তি গাঁথার জন্য নিঃসন্দেহে সবার কাছে স্মরণীয় হয়ে রইবেন, এতে সন্দেহের কোন অবকাশ নেই।
×