ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আলেপ্পোয় অবরোধের ঝুঁকিতে ২০ লক্ষাধিক লোক ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৪:৪০, ১০ আগস্ট ২০১৬

আলেপ্পোয় অবরোধের  ঝুঁকিতে ২০ লক্ষাধিক  লোক ॥ জাতিসংঘ

সিরিয়ার আলেপ্পো নগরীতে অবিলম্বে প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে, নগরীতে ২০ লক্ষাধিক লোক সার্বিক অবরোধের ঝুঁকিতে রয়েছে। শহরটিতে প্রচন্ড বোমাবর্ষণ চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভক্ত আলেপ্পোতে সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচ- লড়াই চলছে। এ সময় উভয়পক্ষ প্রতিদ্বন্দ্বীদের প্রবেশ পথ বন্ধ করে দেয়। এতে সেখানে থাকা বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়ে। খবর এএফপির। সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়াকুব আল হিলো এবং আঞ্চলিক সম্বয়নকারী কেভিন কেনেডি বৈরিতার ক্ষেত্রে একটি ‘মানবিক বিরতি’ দেয়ার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, নগরীর ২০ লক্ষাধিক লোক অবরোধের ঝুঁকির মধ্যে বাস করছে। এদের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ৭৫ হাজার লোক আলেপ্পোর পূর্বাঞ্চলে আটকা পড়েছে।
×